আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

শক্তিশালী হচ্ছে মিশিগান স্টেট ছাত্রলীগ, কমিটির অপেক্ষা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১১-১৪ ০১:২১:৪২

সিলেটভিউ ডেস্ক :: যুক্তরাষ্ট্রের মিশিগানে দিনকে দিন শক্তিশালী হচ্ছে ছাত্রলীগের সাংগঠনিক অবস্থা। ছাত্রলীগ নেতা খাজা আফজাল হোসেন ও কাজী মামুনের নেতৃত্বে সংগঠিত হচ্ছেন সেখানকার ছাত্রলীগ নেতাকর্মীরা। দলীয় নেতাকর্মীরা আশাকরছেন তাদের কর্মতৎপরতা বিবেচনা করে প্রকৃত ছাত্রদের দিয়ে শিগগিরই মিশিগান স্টেট শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করবেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতারা।

জানা যায়, মিশিগানে এতোদিন ছাত্রলীগের কার্যক্রম খুব একটা চোখে পড়ার মতো ছিল না। কিন্তু গত কিছুদিন ধরে খাজা আফজাল হোসেন ও কাজী মামুনের নেতৃত্বে মিশিগানে ছাত্রলীগের কর্মকান্ড বাড়তে থাকে। বিভিন্ন কর্মসূচি পালনের পাশাপাশি তারা নেতাকর্মীদের সংগঠিত করার কাজে হাত দেন। তাদের এই উদ্যোগ ও কর্মতৎপরতায় মিশিগানে ছাত্রলীগের শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে বলে মনে করেন সেখানকার নেতাকর্মীরা।

দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা তাদের কর্মকান্ড বিবেচনা করে খাজা আফজাল ও কাজী মামুনের নেতৃত্বে শিগগিরই মিশিগান স্টেট ছাত্রলীগের কমিটি ঘোষণা দেবে যুক্তরাষ্ট্র ছাত্রলীগ। আর কমিটি ঘোষণা হরে দলীয় কর্মকান্ডে আরো গতি আসবে বলেও মনেকরছেন তারা।

এদিকে, গত রোববার মিশিগানের হ্যামট্রামিক সিটির কাবাব হাউসে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ডেইজি সারওয়ারকে মিশিগান ছাত্রলীগের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- খাজা আফজাল হোসেন, ইমরান নাহিদ, কাজী মামুন, এন এফ এন আবদুল্লাহ, রাফাত আহমেদ খান, হাসিন এইচ হাসনাত, সাদমান আল সোহান, শাহেদ জামান শিপু, মো. জাহিরুল তান্নু, মো. রাবি আলম, আনোয়ার হোসেন, কামরুল হাসান রিপন, শাহরিয়ার হোসেন, মাহিদ হাসান, কাইয়ূম হাসান, তারেক উদ্দিন, মাহমুদ খলিল নিহাদ, অপু চন্দ্র মন্ডল, শায়েক আহমেদ, শাহ আলী, নাইম আহমেদ, রায়হান আহমেদ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/ ১৪ নভেম্বর ২০১৭/ শাদিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক প্রবাস জীবন খবর

  •   ফের দু’সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া
  •   আটকেপড়া প্রবাসীদের ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি
  •   বাংলাদেশিদের যেভাবে সুযোগ হচ্ছে মাল্টায় যাওয়ার
  •   আরব আমিরাতে বছরে মারা যান এক হাজার প্রবাসী কর্মী
  •   সিলেটে নির্মাণ শ্রমিকদের মধ্যে এনআরবি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
  •   আয়ারল্যান্ডে পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে বাংলাদেশীর স্থান
  •   বাংলাদেশি রুমা এখন মার্কিন এটর্নি
  •   ইতালিতে কোভিড ফ্রি ট্রেন,খুশি প্রবাসী বাংলাদেশিরা
  •   খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
  •   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মা-বাবা-নানিকে হত্যার পর দু’ভাইয়ের আত্মহত্যা