আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

মিশিগান স্টেট ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-০৪ ১৫:২৮:০৪

মিশিগান স্টেট প্রতিনিধি ::  মিশিগান স্টেট ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে হেমট্রামিক সিটির কাবাব হাউসে কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

মিশিগান স্টেট ছাত্রলীগের আহ্বায়ক খাজা আফজাল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক কাজী মামুন এবং আব্দুল আজিমের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা গোলাম ইস্তেজা চৌধুরী মনি, মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মোঃ জাহেদ মাহমুদ আজিজ সুমন, মিশিগান স্টেট যুবলীগের সিনিয়র সহ সভাপতি সৈয়দ সালেক আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদ, যুগ্ম সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী ইভান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াহিয়া, মোঃ নুর মিয়া, অর্থ সম্পাদক কবির আহমদ শাহরিয়ার, মিশিগান স্টেট ছাত্রলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ইমরান আহমদ নাহিদ, এন, এফ আবদুল্লাহ, হাসিন হাসনাত, শহিদ শিপু জামান, রাফাত আহমদ খাঁন প্রমুখ।
 
আলোচনা সভার শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযোদ্ধে নিহত শহীদ ও ১৫ ই আগষ্টে নিহত বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্য এবং বিভিন্ন গনতান্ত্রিক আন্দোলনে শহীদ বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংঘঠন বাংলাদেশ ছাত্রলীগ। যে সংগঠনের নাম বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস হবে না। বঙ্গবন্ধু বলেছিলেন বাংলাদেশের ইতিহাস বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস।

বক্তারা আরও বলেন, এখন সময় হয়েছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যেবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নেয়ার। আসুন আমরা সবাই ঐক্যেবদ্ধভাবে আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগকে যার যার অবস্থান থেকে জয়লাভের জন্য কাজ করি।


সিলেটভিউ২৪ডটকম/০৪ জানুয়ারি ২০১৮/জেএ/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক প্রবাস জীবন খবর

  •   ফের দু’সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া
  •   আটকেপড়া প্রবাসীদের ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি
  •   বাংলাদেশিদের যেভাবে সুযোগ হচ্ছে মাল্টায় যাওয়ার
  •   আরব আমিরাতে বছরে মারা যান এক হাজার প্রবাসী কর্মী
  •   সিলেটে নির্মাণ শ্রমিকদের মধ্যে এনআরবি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
  •   আয়ারল্যান্ডে পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে বাংলাদেশীর স্থান
  •   বাংলাদেশি রুমা এখন মার্কিন এটর্নি
  •   ইতালিতে কোভিড ফ্রি ট্রেন,খুশি প্রবাসী বাংলাদেশিরা
  •   খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
  •   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মা-বাবা-নানিকে হত্যার পর দু’ভাইয়ের আত্মহত্যা