আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

ব্রিটিশ বাংলাদেশী সোসাইটি, ক্রয়ডনের যাত্রা শুরু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-২১ ১৪:৪৩:৩৮

যুক্তরাজ্য প্র‌তি‌নি‌ধি :: সাউথ ওয়েষ্ট লন্ডনের ক্রয়ডনের এক‌টি রেষ্টু‌রে‌ন্টে ক্র‌য়ডনের বাংলাদেশী কমিউনিটির নাগরিকদের নিয়ে ‘ব্রিটিশ-বাংলাদেশী সোসাইটি ক্রয়ডন’ নামে ক্রয়ডনের কমিউনিটিরর সেবায় নতুন একটি সংগঠরেন যাত্রা শুরু করে।

ক্রয়ডনের মুরব্বী, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল মোতালিব মালেকের সভাপতিত্বে  ক্রয়ডন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাবেক  সভাপতি নেছার আলী লিলু কে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সেক্টর কামান্ডার মরহুম খালেদ মোশাররফ বীর উত্তম এর ছোট বোন  ক্রয়ডনের নরবারী এলাকার বাসিন্দা রিনা মোশাররফ কে সহ-সভাপতি করে ১৩ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পরিষদ কমিটি ঘোষণা করা হয়।

নব গঠিত কমিটির অন্যান্য সদস্যারা যথাক্রমে- সাধারণ সম্পাদক জোবায়ের কবির, যুগ্ম-সম্পাদক আমিরুল ইসলাম আক্তার, কোষাধ্যক্ষ সাবিয়া নুর, নির্বাহী সদস্য হাফিজুর রহমান, শেখ হাফিজুর রহমান, রোমেল জহুর, ফয়সল রহমান, জয়নাল মিয়া, মুহিদ সুলতান, রাসেল হোসেন, জেসমিন উদ্দিন।

ক্রয়ডন শাহজালাল মসজিদের প্রেসিডেন্ট, কমিউনিটি ব্যক্তিত্ব  আন্তর আলির পরিচালনায় আলোচনায় আরও অংশগ্রহণ করেন- বেনশাম মেনর ওয়াডের তিন বারের নির্বাচিত কাউন্সিলর হুমায়ূন কবির,  এন টিভির  উপস্থাপক সৈয়দ নিয়াজ আহমেদ, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ও ক্রয়ডনের অন্যতম প্রতিষ্ঠাতা আব্দুর জহুর, ওয়েষ্ট ক্রয়ডন শাহজালাল মসজিদের  সেক্রেটারি ব্যবসায়ী গিয়াস উদ্দিন, রিয়েল ইষ্টেট ব্যবসায়ী ইয়াওর আলী রুনু, সুরমা ট্রাভেলস এর স্বত্বাধিকারী আব্দুন নুর, সাউথ লন্ডন উইমেন এসোসিয়েশন এর সাবেক সাধারণ সম্পাদক রিনা খান, মিসেস আনোয়ারা আলী, মিসেস আন্তর আলী,  রেহানা কবির, এইচ এস কবির, সালেহা সাদিক, রাবিয়া আলী।

মধ্যাহ্ন ভোজের পর  আলোচনায় অংশগ্রহণকারী নব নিযুক্ত সভাপতি নেছার আলী  বলেন, ক্রয়ডনের প্রবাসী বাংলাদেশি মানুষের সত্যকার অর্থে সার্বিক সহযোগীতার লক্ষ্যে এই সংঘটন কাজ করে যাবে। পরিশেষে সভাপতি  " ব্রিটিশ - বাংলাদেশ সোসাইটি, ক্রয়ডনের " ( BBSC) এর অভিষেক অনুষ্ঠান অতি শিগ্রই হবে বলে সভাকে অবহিত করার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা  করেন।
সিলেটভিউ২৪ডটকম/২১ জানুয়ারি ২০১৮/এমএসি/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক প্রবাস জীবন খবর

  •   ফের দু’সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া
  •   আটকেপড়া প্রবাসীদের ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি
  •   বাংলাদেশিদের যেভাবে সুযোগ হচ্ছে মাল্টায় যাওয়ার
  •   আরব আমিরাতে বছরে মারা যান এক হাজার প্রবাসী কর্মী
  •   সিলেটে নির্মাণ শ্রমিকদের মধ্যে এনআরবি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
  •   আয়ারল্যান্ডে পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে বাংলাদেশীর স্থান
  •   বাংলাদেশি রুমা এখন মার্কিন এটর্নি
  •   ইতালিতে কোভিড ফ্রি ট্রেন,খুশি প্রবাসী বাংলাদেশিরা
  •   খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
  •   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মা-বাবা-নানিকে হত্যার পর দু’ভাইয়ের আত্মহত্যা