আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

স্পেন ছাত্রলীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-০৪ ২৩:৩৬:৫৭

কবির আল মাহমুদ, স্পেন :: বাংলাদেশ ছাত্রলীগ স্পেন শাখার উদ্যোগে জেল হত্যা দিবস পালন করা হয়েছে।

শনিবার স্থানীয় সময় রাত ১০টায় স্পেন আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাইল হোসাইন রায়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজিহ উদ্দিন মারুফের পরিচালনায় উপস্থিত ছিলেন- স্পেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতা-কর্মীরা।

বক্তারা বলেন, দেশের ইতিহাসে কালো দিন হিসেবে জেল হত্যা দিবস পরিচিত। যে কয়টি ঘটনা বাংলাদেশকে কাঙ্খিত অর্জনের পথে বাধা তৈরি করেছে, তার মধ্যে অন্যতম হলো ১৯৭৫ এর ৩ নভেম্বরের এই দিনটি।

বক্তারা আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যা করা হয় বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক ও তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু হত্যার পর জাতিকে পুরোপুরি নেতৃত্বশূন্য করতে ৪৩ বছর আগে মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অভ্যন্তরীণ থাকা জাতির চার মহান সন্তান, জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইস এম কামারুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- স্পেন আওয়ামী লীগের সহসভাপতি বোরহান উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন- স্পেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম, আওয়ামী লীগ নেতা ইফতেখার আলম, এনাম আলী খান।

সভায় বক্তব্য রাখেন- ছাত্রলীগের সাইফুর রহমান রাজিব, বাপ্পি রহমান নাবিল, আবদুন নূর নীরব, সাদেক লস্কর, ইলিয়াস শাহ রাজু, কেএম শফিকুন নূর, মিন্টু, সাব্বির, মোকাদ্দেস, মিরাজুল হোসাইন প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/০৪ নভেম্বর ২০১৮/কেএএম/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক প্রবাস জীবন খবর

  •   ফের দু’সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া
  •   আটকেপড়া প্রবাসীদের ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি
  •   বাংলাদেশিদের যেভাবে সুযোগ হচ্ছে মাল্টায় যাওয়ার
  •   আরব আমিরাতে বছরে মারা যান এক হাজার প্রবাসী কর্মী
  •   সিলেটে নির্মাণ শ্রমিকদের মধ্যে এনআরবি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
  •   আয়ারল্যান্ডে পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে বাংলাদেশীর স্থান
  •   বাংলাদেশি রুমা এখন মার্কিন এটর্নি
  •   ইতালিতে কোভিড ফ্রি ট্রেন,খুশি প্রবাসী বাংলাদেশিরা
  •   খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
  •   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মা-বাবা-নানিকে হত্যার পর দু’ভাইয়ের আত্মহত্যা