আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

নিউইয়র্কের পাবলিক এডভোকেট পদে বাংলাদেশি হেলাল শেখ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-০৯ ১৩:২৬:১১

সিলেটভিউ ডেস্ক :: নিউইয়র্ক সিটির পাবলিক এডভোকেট পদে প্রার্থী হয়েছেন বাংলাদেশি হেলাল শেখ। তিনিই এ পদে একমাত্র সাউথ এশিয়ান এবং মুসলমান প্রার্থী। ৪ ফেব্রুয়ারি ‘হেলাল শেখের নির্বাচনী তহবিল গঠন’ উপলক্ষে জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে সমাবেশের আয়োজন করা হয়।

এতে বক্তব্য দেন মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, বাংলাদেশ সোসাইটির বিদায়ী সভাপতি কামাল আহমেদ, সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী, মূলধারার সংগঠক ফাহাদ সোলায়মান, ফোবানার হোস্ট কমিটির আহবায়ক নার্গিস আহমেদ, ওয়েল কেয়ারের সিনিয়র ম্যানেজার সালেহ আহমেদ, ডা. আব্দুল হামিদ, মোহাম্মদ সাঈদ, এনওয়াই ইন্স্যুারেন্সের শাহনেওয়াজ, কমিউনিটি লিডার আহসান হাবিব, আব্দুল মজিদ প্রমুখ।

কমিউনিটি অর্গানাইজার আসিফ বারি টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে জানানো হয়, ৩০ জনের মতো মনোনয়ন চেয়েছিলেন। এরমধ্যে ১২ জনকে বাদ দেয়া হয়। বাদ পড়াদের মধ্যে হেলাল শেখও ছিলেন। তিনি ঐ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলেন বোর্ড অব ইলেকশনে। এরপর তার প্রার্থিতা ফিরিয়ে দেয়া হয়েছে।

এ সময় ফাহাদ সোলায়মান বলেন, প্রার্থিতা ফিরে পাওয়ায় আমাদের প্রাথমিক বিজয় এসেছে। এখন ২৬ ফেব্রুয়ারি সকলকে কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে।

সালেহ আহমেদ বলেন, নিউইয়র্ক সিটিতে বহু বাংলাদেশির বসবাস। অথচ আজ পর্যন্ত সিটি কিংবা অঙ্গরাজ্যে একজনকেও নির্বাচিত করতে পারিনি। এর প্রধান কারণ হচ্ছে আমরা ঐক্যবদ্ধ হতে পারি না। এমন দৈন্যদশা থেকে বেরিয়ে আসতে হবে। আর সে সুযোগ এনে দিলেন হেলাল শেখ।

উল্লেখ্য, নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট ছিলেন লেটিসা জেমস। গত নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে তিনি অঙ্গরাজ্য এটর্নী জেনারেল হিসেবে জয়ী হওয়ায় এই শূন্য পদে বিশেষ নির্বাচন হচ্ছে ২৬ ফেব্রুয়ারি।
সৌজন্যেঃ বিডি প্রতিদিন

সিলেটভিউ ২৪ডটকম/০৯ ফেব্রুয়ারি ২০১৯/এমএইচআর

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক প্রবাস জীবন খবর

  •   ফের দু’সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া
  •   আটকেপড়া প্রবাসীদের ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি
  •   বাংলাদেশিদের যেভাবে সুযোগ হচ্ছে মাল্টায় যাওয়ার
  •   আরব আমিরাতে বছরে মারা যান এক হাজার প্রবাসী কর্মী
  •   সিলেটে নির্মাণ শ্রমিকদের মধ্যে এনআরবি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
  •   আয়ারল্যান্ডে পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে বাংলাদেশীর স্থান
  •   বাংলাদেশি রুমা এখন মার্কিন এটর্নি
  •   ইতালিতে কোভিড ফ্রি ট্রেন,খুশি প্রবাসী বাংলাদেশিরা
  •   খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
  •   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মা-বাবা-নানিকে হত্যার পর দু’ভাইয়ের আত্মহত্যা