Sylhet View 24 PRINT

ইতালির মিলানে ১৭টি দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১০ ০০:৫৬:১৭

ইতালি প্রতিনিধি :: মহান শহীদ দিবসকে ইউনেস্কোর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্কীকৃতিতে অনুষ্ঠানটি প্রতিবছর উদযাপিত হয় ইতালির মিলানে। বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইতালিসহ ১৭টি দেশের এসোসিয়েশনের আয়োজনে মিলানোস্থ ইতালীয় একটি অডিটরিয়ামে মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশের নিযুক্ত মিলানোস্থ কনসাল জেনারেল ইকবাল আহমেদ।

বাংলাদেশ কমিউনিটির পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকরাম হোসেন, আব্দুল মান্নান মালিথা, হানিফ শিপন, জামিল আহমেদ, শরিফ উদ্দিন, আব্দুল মতিন, চঞ্চল রহমান, সাংবাদিক রিয়াজুল ইসলাম কাওসার, ইঞ্জিনিয়ার ফিরোজ আলম, রুহুল আমিন, আমিনুর রহমান জয়েদ, শাহ আলম, ইউনুস মুরাল, দেলওয়ার হোসেন, মাছুম আহমেদ, ফরহাদ মিয়া, মামুনুর রশীদ প্রমুখ।

আগত সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইতালির সভাপতি জাছিম আহমেদ এবং সাধারণ সম্পাদক আব্দুল বাসিত দলই।

বিভিন্ন দেশের ভাষাভাষীদের কাছে বাংলা ভাষাকে ছড়িয়ে  দেবার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

এছাড়া বক্তব্য রাখেন- ইতালিয়ান পার্লামেন্ট মেম্বার রবের্তো রাম্পি, কমুনে দি মিলানের কাউন্সিলর ফিলিপ্পো বারবেরিস, দিয়ান দে মার্কিসহ ১৭ দেশের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। বাংলাদেশি সাংস্কৃতিক পর্বে ভাষা দিবসকে নিয়ে একটি নাটিকা ও সঙ্গিত পরিবেশন করেন উম্মে হাবিবা শিলা, মিলি, শিমু, তাসলিমাসহ অন্যান্যরা।

বিভিন্ন দেশের প্রবাসী শিক্ষার্থীরা বহুভাষিক সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। এই আয়োজনের মাধ্যদিয়ে বাংলাদেশের কৃষ্টি ছড়িয়ে যাবে সারা বিশ্বে এমনটি প্রত্যাশা বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দের।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.