আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

স্পেন বিএনপির স্বাধীনতা দিবস পালন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২৯ ১৫:১৮:২৬

কবির আল মাহমুদ, স্পেন :: স্পেনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে জাতীয়তাবাদীদল (বিএনপি)।

দিবসটি উপলক্ষে বৃস্পতিবার মাদ্রিদের একটি রেস্টুরেন্টে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিএনপি নেতা জাকিউল ইসলাম জাকির সভাপতিত্বে অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ এমপি।

এ সময় তিনি বলেন, ‘যদি আমরা স্বাধীন হতাম তাহলে বিরোধী দলের নেতাকর্মীদের এভাবে গুম, খুন, হত্যা নির্যাতন করা হতো না। বাংলাদেশে একটা দলের মানুষের জন্যই শুধু স্বাধীনতা আছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ।’ তারা (আওয়ামী লীগ) গুম, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি সব করবে, অথচ বিরোধী মতের কেউ সেটার প্রতিবাদ করতে পারবে না। এটাই কি স্বাধীনতা প্রশ্ন রাখেন তিনি।

হারুনুর রশিদ এমপি বলেন, ‘সত্যিকার অর্থেই একটি স্বাধীন দেশ গড়ে তুলতে এবং গণতন্ত্রের জন্য মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু এখন গণতন্ত্র নেই। গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে দেশে এবং প্রবাসে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

মোঃ শাইন উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাদ্ধমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম মহাসচিব কারাবন্দী হাবিব উন নবী খান সুহেলের কন্যা জান্নাতুল ইলমী। যুবদল নেতা আল মামুনের তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেনস্পেন  বিএনপি সিনিয়র নেতা মাহবুবুর ঝন্টু।

বক্তব্য রাখেন- আবু সায়েম,হুমায়ূন কবির রিগ্যান, আবু বক্কর সিদ্দক,রাশাদুল হাসান অশ্রু,আমিনুল ইসলাম, খালেদা পারভীন, আব্দুল মোতালেব বাবুল প্রমুখ।

অনুষ্ঠানে কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যহার এবং যুগ্ম মহাসচিব  হাবিবুন নবী খান সুহেল সকল নেতাকর্মীদের দ্রুত মুক্তি দাবী করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/২৯ মার্চ ২০১৯/কেএএম/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক প্রবাস জীবন খবর

  •   ফের দু’সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া
  •   আটকেপড়া প্রবাসীদের ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি
  •   বাংলাদেশিদের যেভাবে সুযোগ হচ্ছে মাল্টায় যাওয়ার
  •   আরব আমিরাতে বছরে মারা যান এক হাজার প্রবাসী কর্মী
  •   সিলেটে নির্মাণ শ্রমিকদের মধ্যে এনআরবি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
  •   আয়ারল্যান্ডে পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে বাংলাদেশীর স্থান
  •   বাংলাদেশি রুমা এখন মার্কিন এটর্নি
  •   ইতালিতে কোভিড ফ্রি ট্রেন,খুশি প্রবাসী বাংলাদেশিরা
  •   খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
  •   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মা-বাবা-নানিকে হত্যার পর দু’ভাইয়ের আত্মহত্যা