Sylhet View 24 PRINT

ইতালিতে প্রবাসীদের স্বার্থ রক্ষায় গনমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-৩১ ১৫:৪১:০৪

ফাইল ছবি

জুবায়ের আহমেদ শিশু, ইতালি প্রতিনিধি :: ইতালির মিলানে প্রবাসীদের স্বার্থ রক্ষায় গনমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মিলান বাঙলা প্রেস ক্লাব ইতালির উদ্যোগে সেমিনারে ডিজিটাল পাসপোর্ট সমস্যা, প্রবাসীদের লাশ প্রেরণ, ভোটার আইডি দুতাবাসের মাধ্যমে প্রেরণসহ বিভিন্ন সমস্যা ও তার সমাধানের বিষয় উপস্থাপন করা হয়।
সেমিনারে সভাপতির স্বাগত বক্তব্য রাখেন- মিলান বাঙলা প্রেস ক্লাব ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপদেষ্টা তুহিন মাহমুদ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন- সাধারণ সম্পাদক নাজমুল আহসান শামিম—।
থিংক আউট অফ দ্যা বক্স উপস্থাপন করেন সাংবাদিক আব্দুল বাসিত দলই।
বক্তব্য রাখেন বিএফইউজে মহাসচিব সাংবাদিক শাবান মাহমুদ, কমিউনিটি নেতা আকরাম হোসেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হানিফ শিপন, জামিল আহমেদ, চঞ্চল রহমান, আরফান সিকদার, শাহালম, মনিরুজ্জামান ননী, মামুন হাওলাদার, সুলতান সিকদার, তোফায়েল আহমেদ খান তপু,সাইদুর রহমান, আব্দুল খালেক রিন্টু, মতিন মিয়া, শরিফ উদ্দিন,জাসিম আহমেদ, জনতা এক্সচেঞ্জ ম্যানেজার মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার ফিরোজ আলম, ড. মেহেরুন নেসা লাকী, ইউনুস মোড়ল, মাওলানা পিয়ার আলী, জয়নাল মিয়া, মাওলানা বজলুর রহমান, সরোয়ার হোসেন, উম্মে হাবিবা, কাওছার হোসেন রাসেল, মঞ্জুরুল ইসলাম, সুয়েল আহমেদসহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ।
এছাড়া বক্তব্য রাখেন- প্রেস ক্লাব সদস্য রুহুল আমিন রাহুল, আহসান হাবিব শিমুল, শাহালম, জুবায়ের আহমেদ শিশু। সেমিনারে লোম্বার্দিয়া আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক ,রাজনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

এসময়ে কমিউনিটির উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রেস ক্লাব নেত্রীবৃন্দ। এমআরপি সমস্যা, লাশ প্রেরন এবং সমসাময়ীক সমস্যা সমাধানে প্রবাসী বান্ধব সরকারের প্রধান মন্ত্রীর প্রতি আহবান জানান বক্তারা।


সিলেটভিউ২৪ডটকম/৩১ মার্চ ২০১৯/জেএএস/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.