Sylhet View 24 PRINT

লন্ডনে সম্মিলিত আবৃত্তি পরিষদের আহবায়ক মুনিরা, সদস্য সচিব ফয়েজ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৮ ২২:৪৩:০৬

সিলেটভিউ ডেস্ক :: ব্রিটেনে বাংলা আবৃত্তি চর্চাকে বেগবান এবং সংঘবদ্ধভাবে আবৃত্তি শিল্পী ও শিল্পের মান উন্নয়ন এবং পেশাদারিত্বের উৎকর্ষ সাধনের লক্ষ্যে আত্মপ্রকাশ করলো সম্মিলিত আবৃত্তি পরিষদ।

মুনিরা পারভীনকে আহবায়ক এবং সদস্য সচিব হিসেবে ফয়জুল ইসলাম ফয়েজ নূরকে দায়িত্ব প্রদান করে এই আহবায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে লন্ডনে আত্মপ্রকাশ করলো সংগঠনটি।

সম্প্রতি লন্ডনের ক্লিপটন প্লাজায় অবস্থিত বাংলাদেশ প্রতিদিনের  ইউরোপ অফিসে ছয়টি আবৃত্তি সংগঠনের প্রতিনিধিদের সভায় এই আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়েছে।

সংগঠনের আহবায়ক বাচিক শিল্পী মুনিরা পারভীন বলেন, ব্রিটেনজুড়ে অনেকগুলো আবৃত্তি সংগঠন আছে, পাশাপাশি সংগঠনের বাইরে, এককভাবে ও অনেকেই আবৃত্তিচর্চা চালিয়ে যাচ্ছেন। দীর্ঘদিন ধরেই সম্মিলিত সমন্বয়ের চিন্তা ভাবনা করছিলাম আমরা। বিলেতে যেহেতু কোন একাডেমি বা প্রতিষ্ঠান নেই৷ তাই নিজেদের মধ্যেই অভিজ্ঞতা বিনিময়, নতুন আবৃত্তি শিল্পী তৈরী করা এবং এই দেশের শিশুদের সম্পৃক্ত করার বিষয়টিও আছে। সেই  ধারনা থেকেই আসলে আমাদের সম্মিলিত এই প্রয়াস।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আবৃত্তি সংগঠন একতারার জাহিদ মিয়া ও পপি শাহনাজ, কথন'র  ফয়জুল ইসলাম ফয়েজ নূর, কন্ঠপ্রবাসের নাজমুল হোসেন, শব্দ আবৃত্তিচর্চা কেন্দ্র, ছান্দসিকের রেজুয়ান মারুফ, জিয়াউর রহমান সাকলেন, মুনিরা পারভীন ও শতরূপা চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন আবৃত্তি শিল্পী শহিদুল ইসলাম সাগর এবং মোস্তফা জামান নিপুণ।

সিলেটভিউ২৪ডটকম/১৮ এপ্রিল ২০১৯/ডেস্ক/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.