Sylhet View 24 PRINT

আমিরাতের বঙ্গবন্ধু জন্মবার্ষিক পালনে ব্যাপক প্রস্তুতি চলছে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-২৫ ১৫:৪০:৪৫

লুৎফুর রহমান, আরব আমিরাত :: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিক পালনের লক্ষে দেশ বিদেশে ব্যাপক প্রস্তুতি গ্রহণ চলছে।

জাতির পিতার জন্মশতবার্ষিক পালন করতে জাতি প্রস্তুত।

দেশের সীমানা পেরিয়ে এ দিনকে শ্রদ্ধা আর মর্যাদার সাথে পালনের বিশেষ উদ্যোগ নিচ্ছেন দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান।

উত্তর আমিরাতের রাস আল খাইমায় অবস্থিত বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল এন্ড কলেজকে বর্ধিত কলেবরে সরকারি অনুদানে একটি শক্তিশালি কমিউনিটি স্কুল করার পরিকল্পনা তাঁর।

সেই সাথে সে স্কুলটি যেহেতু বঙ্গবন্ধুর জন্মশত বছরে হবে সে সময়টি বন্দি করতে চান শ্রদ্ধায়, ভালবাসায়। তাই স্কুলটির নাম হবে 'Bangabandhu Centennial School and College, Ras Al Khaimah'। 

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিককে আরো বেগবান করার লক্ষে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় স্থাপিত হবে বঙ্গবন্ধু স্কুল এন্ড কলেজ। এ স্কুলটি জাতির পিতার একটি জন্মশত স্মারক হিসেবে দেশ বিদেশে একটি নজির হয়ে থাকবে।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খানের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন আজমানের বিশিষ্ট ব্যাবসায়ী সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার উপদেষ্টা সাবেক সি,আই,পি মোহাম্মদ আশিক মিয়া। বঙ্গবন্ধু স্কুল এন্ড কলেজ প্রতিষ্টার জন্য ৫০.০০০ দিরহাম অনুদানের ঘোষণা দিয়েছেন। সাবেক সিআইপি আশিক মিয়ার বাড়ি সিলেটের হবিগঞ্জ জেলার নবীগন্জে। তিনি আজমানে আলী মাসুদ কনট্রাকটিং এলএলসি এর স্বত্বাধিকারি।

কনসুলেট জেনারেল কার্যালয়ে ঘোষণাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কমিউনিটির সিনিয়র নেতা অধ্যাপক এম এ সবুর, দুবাই আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, গীতিকবি আজাদ লালন, আজমানের ব্যাবসায়ী আবদুল লতিফ ও ৫২ বাংলা টিভির সংবাদ পাঠক শহিদুল হক সোহেল।

প্রবাসীদের মধ্যে সর্বপ্রথম অনুদান ঘোষণা কারী হিসাবে সাবেক সিআইপি মোহাম্মদ আশিক মিয়াকে বাংলাদেশ কমিউনিটি প্রবাসীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।



সিলেটভিউ২৪ডটকম/২৫ মে ২০১৯/এলআর/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.