Sylhet View 24 PRINT

বার্সেলোনায় বাংলাদেশ মানবিক ফাউন্ডেশন স্পেনের আত্মপ্রকাশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-০৩ ১২:০৬:৩৬

কবির আল মাহমুদ, স্পেন :: স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় ইফতার মাহফিল আয়োজনের মধ্যদিয়ে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ মানবিক ফাউন্ডেশন স্পেন। এ উপলক্ষ্যে বার্সেলোনার ব্যাস্থতম সড়ক খোয়াকিন কোষ্টার একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও ইফতার মাহফিল।

আয়োজক আমীন আলী রফিকের সভাপতিত্বে ও মির্জা সালাম এবং মাসুদুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বাংলাদেশীয় বিভিন্ন সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের অনানারারী কন্স্যুলেট জেনারেল রামন পেদ্রো।

অনুষ্ঠানের আয়োজক আমীন আলী রফিক বলেন, প্রবাসে এবং দেশে দূস্থ মানবতার সেবায় এ সংগঠন সার্বক্ষনিক নিয়োজিত থাকবে। তিনি তার বক্তব্যে বার্সেলোনা প্রবাসী বাংলাদেশীদের সাহায্য এবং সহযোগীতাও কামনা করেন।

প্রধান অতিথি রামন পেদ্রো আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি বলেন, এ ধরনের মানবাধিকার সংগঠন যদি আসলেই সমাজের নিপিড়িতদের পাশে থাকে তাহলে সংগঠনগুলো সমাজের উপকারে আসবে। এ সময় তিনি প্রবাসী সকল বাংলাদেশীদের পাশে থাকার আশাবাদ ও ব্যক্ত করেন।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.