Sylhet View 24 PRINT

কানাডায় পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-০৫ ০৯:২১:২৭

মোয়াজ্জেম সাজু, কানাডা থেকে :: দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় কানাডায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

প্রতি বছরই ঈদ আসে আর এরই সাথে উন্মুক্ত হয় খুশীর দুয়ার। সকল মুসলমানদের মনে এনে দেয় নবউদ্দীপনা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর কানাডায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন করেছেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা ।

সকাল ৮ ও ৯ টা থেকে কানাডার সবকটি প্রবিন্সে শুরু হওয়া ঈদের জামাত কোন কোন মসজিদে দুটি আবার অনেক মসজিদে তিনটি করে জামাত অনুষ্ঠিত হয়েছে।

তবে প্রবাসে ঈদের আনন্দ আত্মীয়-স্বজনের সাথে ভাগ করে নেয়ার সুযোগ একদিকে যেমন কম, অন্যদিকে কর্ম ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাতে হয় ঈদের দিন৷ অনেকের কাছেই ঈদ তখন হয়ে ওঠে শুধুই একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা।

ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম এবং ঈদের অর্থ আনন্দ বিধায় দেশ কিংবা বিদেশে ঈদ সব মানবের জন্যই কল্যাণ বয়ে আনে।

ঈদের নামাজ শেষে একে অপরের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন প্রবাসে বসবাসকারী সবাই।

ঈদুল ফিতরের প্রতিটি জামাতে দেশের মানুষের ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যে দিয়ে। প্রবাস জীবনের ব্যস্ততায় বাস্তবতাকে মেনে নিয়ে ঈদ উদ্যাপনের সমাপ্তি হয়।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.