আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

আরব আমিরাতে প্রবাসিদের প্রাইজবণ্ড শীঘ্রই চালু হচ্ছে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-২২ ১৫:২১:২৮

লুৎফুর রহমান, আরব আমিরাত :: প্রবাসিদের প্রাইজবণ্ড চালু করা খুব যৌক্তিক। অচিরে তা চালু করা হবে। সেই সাথে প্রবাসিদের জানমালের নিরাপত্তার জন্য সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সেন্টার ফর এনআরবির দুবাই সম্মেলনে এ কথা বলেছেন প্রধানমন্ত্রীর অর্ত বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান।

তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

শুক্রবার দুবাইয়ের একটি অভিজাত হোটেলে সভাপতিত্ব করেন এনআরবি চেয়ারম্যান শেকিল চৌধুরী। ৫২ বাংলা টিভির সংবাদপাঠিকা তিশা সেনের পরিচালনায় এ সময় প্রবাসিদের নানা বিষয়ে বক্তব্য রাখেন আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও দু্বাইয়ের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান।

সম্মেলনে বাজেটে ২ ভাগ প্রণোদনা, প্রবাসীদের বীমা চালু, বিমানবন্দর হয়রানি বন্ধ করা, পাসপোর্ট ভিরিফিকেশনে হয়রানি বন্ধ সহ প্রবাসিদের নানা দাবি অর্থ উপদেষ্টার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে দাবি তুলেন প্রবাসিরা।

বিশ্ব সম্মেলনের অংশ হিসেবে দুবাই পর্বের এ সম্মেলনে পেশাজীবী, রাজনৈতিক সহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় প্রবাসি ব্যবসায়ি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সাধারণ সম্পাদক সাবেক সিআইপি নূর মোহাম্মদ, সমাজসেবি হিসেবে বক্তব্য রাখেন জহিরুল ইসলাম ও কমিউনিটি নেতা হিসেবে বক্তব্য রাখেন- প্রকৌশলী আবু জাফর চৌধুরী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির বাণী পাঠ করেন অধ্যাপক আব্দুস সবুর ও মায়মুনা আক্তার।

পরের পর্বে প্রবাসিদের নানাবিদ সমস্যার কথা তুলে ধরেন হাজী শফিকুল ইসলাম, মাহে আলম, হাবিবুর রহমান চুন্নু, কাজী মোহাম্মদ আরী, ইসমাইল গণি সহ আরো অনেকে।



সিলেটভিউ২৪ডটকম/২২ জুন ২০১৯/এলআর/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক প্রবাস জীবন খবর

  •   ফের দু’সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া
  •   আটকেপড়া প্রবাসীদের ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি
  •   বাংলাদেশিদের যেভাবে সুযোগ হচ্ছে মাল্টায় যাওয়ার
  •   আরব আমিরাতে বছরে মারা যান এক হাজার প্রবাসী কর্মী
  •   সিলেটে নির্মাণ শ্রমিকদের মধ্যে এনআরবি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
  •   আয়ারল্যান্ডে পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে বাংলাদেশীর স্থান
  •   বাংলাদেশি রুমা এখন মার্কিন এটর্নি
  •   ইতালিতে কোভিড ফ্রি ট্রেন,খুশি প্রবাসী বাংলাদেশিরা
  •   খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
  •   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মা-বাবা-নানিকে হত্যার পর দু’ভাইয়ের আত্মহত্যা