Sylhet View 24 PRINT

সংক্ষিপ্ত সফরে লন্ডন ও ফান্স যাচ্ছেন সাংবাদিক জুয়েল সাদত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১৭ ১১:৪৯:১২

প্রবাসের নিউজের সম্পাদক ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম বন ও পরিবেশ সম্পাদক জুয়েল সাদত এক সংক্ষিপ্ত সাংগঠনিক সফরে তিন সপ্তাহের জন্য লন্ডন ও ফান্স যাচ্ছেন। জুয়েল সাদত আগামী ২২ জুলাই লন্ডনে কানাইঘাট গাছবাড়ী ডেফলমেন্ট এসোসিয়েশন কতৃক সম্বর্ধনা সভায় উপস্থিত থাকবেন।

২৩ জুলাই প্রস্তাবিত বিশ্বনাথের ওয়ান পাউন্ড হসপিটালের ট্রাষ্টিদের বিশেষ সভায় যোগদান করবেন, ২৮ জুলাই লন্ডনে অনুষ্ঠিতব্য গোলাপগঞ্জ উৎসবে অথিতি হিসাবে উপস্থিত থাকবেন। তিনি জুলাইয়ের তৃতীয় সপ্তাহে লন্ডন বাংলা প্রেসক্লাব ও লন্ডনস্থ সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন। ১ আগষ্ট প্যারিসে ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সাথে মতবিনিময় করবেন।

এছাড়াও লন্ডন ও ফ্রান্সে জুয়েল সাদতের কবিতার সিডি ‘অনুভবে আলিঙ্গন’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এ ছাড়াও ৫২ বাংলা টিভির সাথে তার মতবিনিময় আগষ্টের ১ম সপ্তাহে ও সাদত ফা্উন্ডেশন নিয়ে তিনি লন্ডন ও ফ্রান্সের সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন।

জুয়েল সাদতের সাথে আগস্টের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ ও বঙ্গবন্ধু পরিষদের সাথে মত বিনিময়ের কথা রয়েছে। তিনি ১৭ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন। ফান্সে অবস্থান করবেন আগষ্ট ১ থেকে ২ আগষ্ট।

প্রবাসের নিউজের বিভিন্ন প্রতিনিধিদের সাথে তার মতবিনিময় ২৫ জুলাই লন্ডনে, সেখানেও তিনি উপস্থিত থাকবেন। তিনি বার্মিংহাম, ম্যানচেষ্টার, চেষ্টার, ষ্কটল্যান্ড, পোর্টসমাউথে প্রবাসী বাংলাদেশীদের সাথে মতবিনিময় ও দর্শনীয় স্থান ঘুরে দেখবেন।

এছাড়াও তিনি কয়েকটি টিভি প্রোগ্রামে উপস্থিত থাকবেন। জুয়েল সাদতের সাথে যোগাযোগের নাম্বার 07907041297 এবং ইমে্িলি sadat734@gmail.com।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.