আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

স্পেনে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২৮ ১৪:৫৬:৩০

কবির আল মাহমুদ, স্পেন :: প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মদিন উপলক্ষে স্পেনের মাদ্রিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় সোমবার (২৭ জানুয়ারী) রাতে রাজধানী মাদ্রিদের মেহমান খানা রেস্টুরেন্টে  অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা অবিলম্বে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

সভায় সভাপতিত্ব করেন বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ স্পেনের আহবায়ক মাহবুবুর রহমান ঝন্টু।

বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ স্পেনের সদস্য সচিব জাকিরুল ইসলাম জাকির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন- স্পেন বিনপির সাবেক উপদেষ্টা জিয়াউর রহমান খান জিয়া, স্পেন বিনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল, স্পেন যুবদলের সভাপতি রমিজ উদ্দিন, বিনপি নেতা আব্দুল হামিদ সঞ্জু, সায়েম সরকার, আব্দুল মুতালিব বাবুল, মাসুদ রানা প্রমুখ।

সভায় বক্তারা  বলেন, ‘ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনের মাধ্যমে বিএনপির নেতা-কর্মীরা চাঙ্গা হয়েছেন। এর মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন রাজপথে বেগবান হচ্ছে। সেই পথ বেয়েই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম হবে।’

সভাপতির বক্তব্যে বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ স্পেনের আহবায়ক মাহবুবুর রহমান ঝন্টু বলেন, দীর্ঘদিন থেকে স্পেন  বিএনপির কমিটি ভেঙে দেয়ার পর এক অদৃশ্য কারণে নতুন কমিটির অনুমোদন এখনও আসেনি। এভাবেই প্রবাসের নেতা-কর্মীদেরকে স্থবিরতায় ঠেলে দেয়া হয়েছে। এর ফলে আন্দোলন বেগবান করা যাচ্ছে না।’

সভার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় খালেদা জিয়ার আশু রোগমুক্তি জন্যও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিএনপির নেতা আব্দুল হামিদ সঞ্জু।


সিলেটভিউ২৪ডটকম/২৮ জানুয়ারি ২০২০/কেএএম/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক প্রবাস জীবন খবর

  •   ফের দু’সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া
  •   আটকেপড়া প্রবাসীদের ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি
  •   বাংলাদেশিদের যেভাবে সুযোগ হচ্ছে মাল্টায় যাওয়ার
  •   আরব আমিরাতে বছরে মারা যান এক হাজার প্রবাসী কর্মী
  •   সিলেটে নির্মাণ শ্রমিকদের মধ্যে এনআরবি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
  •   আয়ারল্যান্ডে পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে বাংলাদেশীর স্থান
  •   বাংলাদেশি রুমা এখন মার্কিন এটর্নি
  •   ইতালিতে কোভিড ফ্রি ট্রেন,খুশি প্রবাসী বাংলাদেশিরা
  •   খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
  •   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মা-বাবা-নানিকে হত্যার পর দু’ভাইয়ের আত্মহত্যা