Sylhet View 24 PRINT

প্রধানমন্ত্রীর কাছে এক মধ্যপ্রাচ্য প্রবাসীর খোলা চিঠি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৪ ২২:০০:২৯

মাননীয় প্রধানমন্ত্রী

নোভেল করোনা ভাইরাসের কাছে গোটা বিশ্ব এখন জিম্মি। আজ যখন বিশ্বের উন্নত দেশগুলো COVID-19 এর কাছে অসহায়, সেখানে আমাদের বাংলাদেশ আল্লাহর রহমতে এখনো তুলনামূলক ভালো অবস্থানে।

তবে আমরা প্রবাসীরা ভালো নেই। আমাদের রেমিট্যান্স যোদ্ধা বলা হয়। আজ বাংলাদেশ যে বিশ্বের দরবারে উন্নয়নশীল দেশ হিসিবে পরিচিত,  সেখানে প্রবাসীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

কিন্তু বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে প্রবাসীরা বিদেশের মাটিতে অনেকটা বন্দি অবস্থায় আছেন। কোনো কাজকর্ম করতে পারছেন না। আমরা নিজেদের থাকা-খাওয়ার টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছি।

এ অবস্থায় পরিবারকে কী দিবো? মা বাবা ভাই বোনকে কে দেখবে? প্রত্যেক প্রবাসীর পরিবার সেই প্রবাসীর উপর  নির্ভরশীল। মধ্যপ্রাচ্যের প্রবাসীদের কাজ না করলে ভাতা পাওয়ার কোনো সুযোগ-সুবিধা নেই।

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মধ্যপ্রাচ্য প্রবাসীদের পক্ষে আকুল আবেদন, এই দুর্যোগময় পরিস্থিতিতে প্রত্যেক প্রবাসীর পরিবারকে বিশেষ অনুদান প্রদান করুন।

রেমিট্যান্স যোদ্ধাদের পক্ষে
মোহাম্মদ আসকর
দুবাই, মধ্যপ্রাচ্য।

সিলেটভিউ২৪ডটকম/ ২৪ ফেব্রুয়ারি/২০২০/ জুনেদ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.