Sylhet View 24 PRINT

ওমানে করোনায় একদিনে আক্রান্ত ১৭৪ জন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-১১ ১৮:১৪:৪৮

রেজওয়ান আহমদ সুজন, ওমান প্রতিনিধি :: মধ্যপাচ্য দেশ ওমানে করোনা প্রাদুর্ভাব শুরুর পর থেকে চলতি মাসে সর্বোচ্চ কোভিড-১৯ রোগী শনাক্ত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে গত ২ মে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছিলেন ৩৬ জন। সুস্থ রোগীর সংখ্যাও বেশী ছিল। একদিনে সুস্থ হয়েছিলেন ২৫৫ জন।

কোভিড-১৯ চলতি মাসে গত ১১ দিনে মোট আক্রান্ত হয়েছেন ১২২৫ জন। সুস্থ রোগী সংখ্যাও কিছুটা বাড়তে শুরু হয়েছে। মোট সুস্থ হয়েছেন ৭৩৬ জন ও মারা গেছেন ৬ জন।
ওমানে গত ২৪ ঘন্টায় মোট আক্রান্ত ১৭৪ জন। যাদের মধ্যে ১৩৮ জন প্রবাসী ও ৩৬ জন ওমানি নাগরিক রয়েছেন। তবে প্রবাসীরা কোন দেশের নাগরিক তা নিশ্চিত করা হয়নি। সর্বমোট শনাক্ত করা হয়েছে ৩৫৭৩ জন।  নতুন সুস্থ ৯৪ জন যা গত দিনের তুলনায় ৪৫ জন বেশি। সর্বমোট সুস্থ হয়েছেন ১২১১ জন। সবর্শেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত মারা গেছেন ১৭ জন।
এদিকে, করোনা আক্রান্তের সর্বোচ্চ তালিকায় রয়েছে রাজধানী শহর মাস্কাট। একদিনে ১৩৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। সর্বমোট আক্রান্ত ২৬১৪ জন। মোট সুস্থ হয়েছেন ৬৪৬ জন। সর্বমোট মারা গেছেন ১৫ জন।
সিলেটভিউ২৪ডটকম/১১ মে ২০২০/এসএইচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.