আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

কাতারে ৫০ হাজার পেরিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যু ৩৩

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৮ ২০:২২:১৮

কাতার প্রতিনিধি :: কাতারে দিনদিন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। কিছুতেই যেন কমছে না সংক্রমণ। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন মানুষ। 

করোনাভাইরাস এর সংক্রমণ রোধে দেশটি নানান উদ্যোগ গ্রহণ করলেও শুধু মাত্র জনসাধারণের অসচেতনতা, সামাজিক দূরত্ব বজায় না রেখে অবাধে চলাফেরা এবং স্বাস্থ্য বিধি মেনে না চলায় সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ার প্রধান কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বৃহস্পতিবার স্হানীয় সময় দুপুরে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয় আজকেও  করোনাভাইরাসে আরও ১ হাজার ৯৬৭ জন নাগরিক নতুনভাবে আক্রান্ত হয়েছেন  এবং করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে আরও ৩ জনের। 
মন্ত্রণালয় থেকে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৮৫৩ জন নাগরিকের নমুনা সংগ্রহ করা হয়েছে যাদের মধ্য থেকে ১ হাজার ৯৬৭ জন করোনা সংক্রমিত রোগী হিসেবে সনাক্ত করা হয়েছে। এনিয়ে দেশটিতে করোনাভাইরাসে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ৯১৪ জনে দাঁড়ালো।
এদিকে বুধবার সুস্থ হয়ে ঘরে ফিরেছেন আরও ২ হাজার ১১৬ জন। এনিয়ে দেশটিতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৫ হাজার ৩৯৯ জনে পৌঁছেছে এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৫ হাজার ৮৮২ জন।
এ পর্যন্ত দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন সর্বমোট ৩৩ জন। যাদের মধ্যে ৬ জন বাংলাদেশি, ২৬ জন কাতারে বসবাসকারী ও ১ জন কাতারি নাগরিক।
এসময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং  শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানানো হয় গভীর সমবেদনা।

সিলেটভিউ২৪ডটকম/২৮ মে ২০২০/এএস/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক প্রবাস জীবন খবর

  •   ফের দু’সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া
  •   আটকেপড়া প্রবাসীদের ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি
  •   বাংলাদেশিদের যেভাবে সুযোগ হচ্ছে মাল্টায় যাওয়ার
  •   আরব আমিরাতে বছরে মারা যান এক হাজার প্রবাসী কর্মী
  •   সিলেটে নির্মাণ শ্রমিকদের মধ্যে এনআরবি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
  •   আয়ারল্যান্ডে পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে বাংলাদেশীর স্থান
  •   বাংলাদেশি রুমা এখন মার্কিন এটর্নি
  •   ইতালিতে কোভিড ফ্রি ট্রেন,খুশি প্রবাসী বাংলাদেশিরা
  •   খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
  •   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মা-বাবা-নানিকে হত্যার পর দু’ভাইয়ের আত্মহত্যা