আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

সিলেটীদের উদ্যোগে ব্রিটেনে ‘নাইট ক্লাব’ পরিণত হলো মসজিদে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-২৩ ২৩:৫৯:১৯

নিজস্ব প্রতিবেদক :: সিলেটী কয়েকজন প্রবাসী আলেমের দীর্ঘ ২০ বছরের প্রচেষ্টায় গ্রেট ব্রিটেনে একটি পুরাতন নাইট ক্লাব মসজিদে পরিণত হলো। গ্রেট ব্রিটেনের ছারে এলাকায় প্রায় দেড় মিলিয়ন পাউন্ড ব্যয় করে পরিত্যক্ত ওই নাইট ক্লাবটিকে মসজিদে রূপ দিয়েছেন তারা।

জানা গেছে, মসজিদ স্থাপনকৃত জায়গায় একটি নাইট ক্লাব ছিলো। পরবর্তীতে নাইট ক্লাবটি বন্ধ হয়ে যায় এবং সেই পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। সেই জায়গাটি সেখানে অবস্থানরত সিলেটী কয়েকজন আলেমের মহান উদ্যোগ ও আর্থিক সহযোগিতায় ওই জায়গায় একটি মসজিদ প্রতিষ্ঠা করা হয়।

গত ২১ আগস্ট জুম্মার নামাজের মধ্য দিয়ে এই মসজিদের কার্যক্রম শুরু হয়েছে। জুম্মার নামাজের পর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ‘মজলি ইসলামিক কালচারাল সেন্টার’র প্রতিষ্ঠাতা ইমাম ও খাতিব শায়খ মাওলানা ফয়েজ আহমদ। পরে তার    পরিচালনায় অনুষ্ঠাানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল-খাইর ফাউন্ডেশন ও ইকরা টিভি গ্রুপের ফাউন্ডার চেয়ারম্যান ইমাম কাসিম রশীদ আহমদ ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রেট ব্রিটেনের প্রখ্যাত আলেম আরিফ বিল্লাহ শায়খ মাওলানা আছগর হোসাইন, জামেয়াতুল খাইরের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি আব্দুল মুনতাকিম, লন্ডন দারুস সুন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা শাহনূর মিয়া, হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, ইকরা টিভির ভাষ্যকার মুফতি ছালেহ আহমদ, মাওলানা আব্দুল বাসিত, মাওলানা আল-আমীন, মাওলানা ফজলুল হক কামালী, খিদমাহ একাডেমির ইমাম মাওলানা নাজিম উদ্দিন, হাফিজ লিয়াকত হোসাইন ও কমিউনিটি নেতা সুহাইল আহমদ।

এছাড়াও বক্তব্য রাখেন মসজিদের সভাপতি আলহাজ সৈয়দ আমীরুল ইসলাম, সেক্রেটারি আলহাজ জয়নাল আবেদীন।


সিলেটভিউ২৪ডটকম / ২৩ আগস্ট, ২০২০ / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক প্রবাস জীবন খবর

  •   ফের দু’সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া
  •   আটকেপড়া প্রবাসীদের ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি
  •   বাংলাদেশিদের যেভাবে সুযোগ হচ্ছে মাল্টায় যাওয়ার
  •   আরব আমিরাতে বছরে মারা যান এক হাজার প্রবাসী কর্মী
  •   সিলেটে নির্মাণ শ্রমিকদের মধ্যে এনআরবি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
  •   আয়ারল্যান্ডে পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে বাংলাদেশীর স্থান
  •   বাংলাদেশি রুমা এখন মার্কিন এটর্নি
  •   ইতালিতে কোভিড ফ্রি ট্রেন,খুশি প্রবাসী বাংলাদেশিরা
  •   খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
  •   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মা-বাবা-নানিকে হত্যার পর দু’ভাইয়ের আত্মহত্যা