আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

লন্ডনের গ্রেনফেল টাওয়ারে আরও ২ বাংলাদেশি পরিবার নিখোঁজের আশঙ্কা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৬-১৬ ২০:২১:০০

লন্ডনের গ্রেনফেল টাওয়ারে আগুন লাগার ঘটনায় আরও দুটি বাংলাদেশি পরিবারের নিখোঁজ হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন লন্ডনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার নাদিম কাদির। শুক্রবার (১৬ জুন) দুপুরে নাদিম কাদের এ আশঙ্কার কথা জানান।

তিনি বলেন, ‘আমরা আরও দুটি বাংলাদেশি পরিবারের নিখোঁজ হওয়ার কথা শুনতে পাচ্ছি। কিন্তু এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। আমাদের কর্মকর্তারা ঘটনাস্থল ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছেন এবং এ ব্যাপারে সব ধরনের খোঁজখবর রাখছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা শুনেছি, অগ্নিকাণ্ড ভয়াবহ ছিল। তাই আমাদের ধারণা, অনেকের লাশই হয়ত পুড়ে ছাই হয়ে গেছে। মৃতদেহ পাওয়ার সম্ভাবনাও নেই। তারপরও যে সব মৃতদেহ পাওয়া যাবে ডিএনএ টেস্ট ছাড়া তাদের পরিচয় শনাক্ত করা যাবে না।’

নাদিম কাদির বলেন, মৌলভীবাজারের পরিবারটির একমাত্র জীবিত ছেলে আব্দুল হাকিমের সঙ্গে আজকে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন দেখা করেছেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে সমবেদনা জানিয়েছেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার দিবাগত রাতে হাজার খানেক লোকের আবাস গ্রেনফেল টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত ও অনেকে আহত হন। লন্ডন প্রবাসী সাংবাদিক মুনজের আহমেদ চৌধুরী বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা তিনটায় বাংলা ট্রিবিউনকে জানান, ‘লন্ডনে উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভবনটি থেকে জীবিত আর কাউকে উদ্ধারের আশা নেই।’

-বাংলা ট্রিবিউন\'র সৌজন্যে

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক প্রবাস জীবন খবর

  •   ফের দু’সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া
  •   আটকেপড়া প্রবাসীদের ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি
  •   বাংলাদেশিদের যেভাবে সুযোগ হচ্ছে মাল্টায় যাওয়ার
  •   আরব আমিরাতে বছরে মারা যান এক হাজার প্রবাসী কর্মী
  •   সিলেটে নির্মাণ শ্রমিকদের মধ্যে এনআরবি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
  •   আয়ারল্যান্ডে পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে বাংলাদেশীর স্থান
  •   বাংলাদেশি রুমা এখন মার্কিন এটর্নি
  •   ইতালিতে কোভিড ফ্রি ট্রেন,খুশি প্রবাসী বাংলাদেশিরা
  •   খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
  •   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মা-বাবা-নানিকে হত্যার পর দু’ভাইয়ের আত্মহত্যা