আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

লন্ডনে সিলেটী যুবকের ওপর এসিড নিক্ষেপ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৭-১৪ ২১:৩৩:৫৬

যুক্তরাজ্য সংবাদদাতা :: পূর্ব লন্ডনে মোটরসাইকেল চালানোর সময় সিলেটী এক যুবককে লক্ষ্য করে এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। তার নাম জাবেদ হোসেন। তিনি সেন্ট্রাল লন্ডন যুবদলের আহবায়কের দায়িত্ব পালন করছেন।

একটি কারে থাকা কালো মুখোশ পরিহিত একজন জাবেদকে লক্ষ্য করে এসিড ছোড়ে। এতে তার মুখ ঝলসে যায়।

স্থানীয় সময় বুধবার রাত আনুমানিক ১০টার দিকে হেকনী রোডে এই ঘটনা ঘটে। বাংলা স্টেটমেন্টসহ লন্ডনের বেশ কয়েকটি বাংলা পত্রিকা সূত্রে এই খবর জানা গেছে।

বেশ কিছুদিন ধরেই ইংল্যান্ডের রাস্তাঘাটে ভিন্ন মত ও বর্ণের মানুষের ওপর কে বা কারা এসিড ছুড়ে মারছে। হেইট ক্রাইম নামে এই হামলায় বেশি টার্গেট মুসলিমরা। ইংল্যান্ডসহ বেশ কয়েকটি দেশে প্রায়ই খবরের শিরোনামে আসছে ‘হেইট ক্রাইম’। এসেক্সের হয়ে ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়ে স্ত্রী-সন্তানসহ এই হামলার শিকার হয়েছিলেন বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল। কিন্তু দৌড়ে পালিয়ে যাওয়ায় বেঁচে যাওয়ার পর তিনি ইংল্যান্ড ছেড়ে চলে আসেন। সর্বশেষ সেই আতঙ্কের শব্দে যুক্ত হলো বাংলাদেশি জাবেদের নাম।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, যে গাড়িটি থেকে জাবেদকে লক্ষ্য এসিড ছোড়া হয় তাতে কালো মুখোশ পরিহিত একজন শ্বেতাঙ্গ ও দুইজন কৃঞ্চাঙ্গ ছিলেন। এসিড নিক্ষেপের পরপরই তারা সেখান থেকে দ্রুত সটকে পড়েন। এসিড নিক্ষেপের পর ঘটনাস্থলে উপস্থিত পথচারীরা পুলিশ ও অ্যাম্বুলেন্সকে খবর দিলে তারা জাবেদকে রয়েল হাসপাতালে নিয়ে যান।

এদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে যান জাবেদের শুভাকাঙ্ক্ষী টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলার অহিদ আহমেদ, যুক্তরাজ্যের কমিউনিটি ব্যক্তিত্ব সোহালেহীন করিম চৌধুরী, দেওয়ান আব্দুল বাছিত ও বাবর চৌধুরী। তারা জাবেদ হোসেনকে সান্ত্বনা দেন।

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক প্রবাস জীবন খবর

  •   ফের দু’সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া
  •   আটকেপড়া প্রবাসীদের ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি
  •   বাংলাদেশিদের যেভাবে সুযোগ হচ্ছে মাল্টায় যাওয়ার
  •   আরব আমিরাতে বছরে মারা যান এক হাজার প্রবাসী কর্মী
  •   সিলেটে নির্মাণ শ্রমিকদের মধ্যে এনআরবি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
  •   আয়ারল্যান্ডে পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে বাংলাদেশীর স্থান
  •   বাংলাদেশি রুমা এখন মার্কিন এটর্নি
  •   ইতালিতে কোভিড ফ্রি ট্রেন,খুশি প্রবাসী বাংলাদেশিরা
  •   খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
  •   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মা-বাবা-নানিকে হত্যার পর দু’ভাইয়ের আত্মহত্যা