আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

‌মা‌য়ের জন্য নিয়ম ভাঙ্গ‌লেন তা‌রেক, নাত‌নী‌দের নি‌য়ে ঈদ কাট‌ছে খা‌লেদার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৯-০১ ১৬:৪৬:৪৫

যুক্তরাজ্য প্র‌তি‌নি‌ধি :: এবা‌রের ঈদে মা‌য়ের জন্য নি‌জের নিয়ম ভাঙ্গ‌লেন লন্ড‌নে বসবাসরত বিএন‌পির ভাইস চেয়ারম্যান তা‌রেক রহমান। প্র‌তিবার লন্ডনে ঈদের দি‌নে বি‌কে‌লে দলীয় নেতাকর্মী‌দের সা‌থে ঈদ শু‌ভেচ্ছা বি‌নিময় ক‌রেন তা‌রেক রহমান।

কিন্তু বিএন‌পি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়া এবা‌র লন্ড‌নে। মা‌কে সময় দি‌তেই অাজ শুক্রবার দলীয় নেতাকর্মী‌দের সা‌থে ঈদ শু‌ভেচ্ছা বি‌নিম‌য়ের কোন কর্মসুচী রা‌খেন‌নি তা‌রেক রহমান।

যুক্তরাজ্য বিএন‌পির সাধারন সম্পাদক কয়সর এম অাহ‌মেদ বৃহস্প‌তিবার রা‌তে  জানান, এবার ঈদে তা‌রেক রহমানের সা‌থে দলীয় নেতাকর্মী ও শুভাকাংখী‌দের ঈদ শু‌ভেচ্ছা বি‌নিম‌য়ের কোন কর্মসুচী নেই।

‌বিএন‌পির কেন্দ্রীয় অার্ন্তজা‌তিক বিষয়ক সম্পাদক মা‌হিদুর রহমান শুক্রবার জানান, শিগ‌গিরই লন্ড‌নে বিএন‌পি প্র‌তিষ্ঠাবা‌র্ষিকীর অনুষ্টা‌নে একই সা‌থে দলীয় নেতাকর্মী‌দের সা‌থে ঈদ শু‌ভেচ্ছাও বি‌নিময় কর‌বেন তা‌রেক রহমান।

মাহিদুর রহমান আরো জানান- ঈদ ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন খালেদা জিয়া ও তারেক রহমান।

এদি‌কে তা‌রেক রহ‌মা‌নের সা‌থে সম্প‌র্কিত একা‌ধিক সুত্র শুক্রবার সকা‌লে জানায়- এবার নিছকই ঘ‌রোয়া প‌রি‌বে‌শে লন্ড‌নে ঈদ উদয‌াপন কর‌ছেন জিয়া প‌রিবা‌রের সদস্যরা। প‌রিবা‌রের পক্ষ থে‌কে বগুড়া,‌ সি‌লেট,‌ সৌ‌দি অা‌রব ও লন্ড‌নে এবার কোরবানী দেয়‌া হ‌য়ে‌ছে। প্রয়াত অারাফাত রহমান কো‌কোর স্ত্রী শ‌র্মিলা রহমান শি‌থিও কন্যা‌দের নি‌য়ে এখন লন্ড‌নে বসবাস ক‌রেন। ঈদের দি‌নের সকালে তা‌রেক রহমা‌নের কন্যা জাইমা রহমানসহ নাতনী‌দের সা‌থেই কাট‌ছে বেগম জিয়ার। থাক‌ছেন তি‌নি তা‌রে‌কের কিংস্টন ল‌জের বাসা‌তেই।

‌বিএন‌পি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়া এখ‌নো চি‌কিৎসাধীন অা‌ছেন। তি‌নিও নানা কার‌নে এবার লন্ড‌নে দলীয় কে‌ান প্রকাশ্য সভায় যোগ দি‌তে সেভাবে অাগ্রহী নন। একার‌নে এবা‌রের ঈ‌দে তা‌রেক রহমা‌নের প‌রিবা‌রের সা‌থে সম্প‌র্কিত দু-চারজন 'ভাগ্যবান' ছাড়া অার প‌রিবা‌রের বাই‌রে অার কা‌রো বেগম জিয়ার সাক্ষাত পাবার সম্ভাবনা নেই।

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক প্রবাস জীবন খবর

  •   ফের দু’সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া
  •   আটকেপড়া প্রবাসীদের ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি
  •   বাংলাদেশিদের যেভাবে সুযোগ হচ্ছে মাল্টায় যাওয়ার
  •   আরব আমিরাতে বছরে মারা যান এক হাজার প্রবাসী কর্মী
  •   সিলেটে নির্মাণ শ্রমিকদের মধ্যে এনআরবি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
  •   আয়ারল্যান্ডে পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে বাংলাদেশীর স্থান
  •   বাংলাদেশি রুমা এখন মার্কিন এটর্নি
  •   ইতালিতে কোভিড ফ্রি ট্রেন,খুশি প্রবাসী বাংলাদেশিরা
  •   খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
  •   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মা-বাবা-নানিকে হত্যার পর দু’ভাইয়ের আত্মহত্যা