আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

‌একাই ঈদ জামাত পড়‌লেন তা‌রেক রহমান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৯-০১ ১৬:৫১:৫৮

 বিএন‌পির ‌সি‌নিয়র ভাইস চেয়ারম্যান তা‌রেক রহমান কোথায় ঈদ জামাত অাদায় কর‌লেন তা জা‌নেন না খোদ যুক্তরাজ্য বিএন‌পির শীর্ষ নেতারাই।

অাজ শুক্রবার ইউ‌রো‌পের অন্য‌ান্য স্থা‌নের ম‌তো যুক্তরা‌জ্যেও প‌বিত্র ঈদ উল অাজহা উদযা‌পিত হ‌চ্ছে।

শুক্রবার সকা‌লে যথারী‌তি ঈদের জামা‌তেও অংশ নেন তা‌রেক রহমান।

একা‌ধিক সূত্র জানায়, ঘ‌রের কা‌ছের কিংসষ্টন মস‌জি‌দেই ঈদ জামা‌তে অংশ নেন তা‌রেক রহমান। ত‌বে যুক্তরাজ্য বিএন‌পি ও যুক্তরা‌জ্যে বসবাসরত বিএন‌পির কেন্দ্রীয় নেতারাও এ ব্যাপা‌রে নি‌শ্চিত কোন তথ্য দি‌তে পারেন‌নি।

যুক্তরাজ্য বিএন‌পির সাধারন সম্পাদক কয়সর এম অাহ‌মেদ জানান, তি‌নি কোথায় ঈদ জামাত পড়‌বেন,‌ সে‌টি অাস‌লেই অামার জানা নেই।

‌যুক্তরাজ্য বিএন‌পির সভাপ‌তি এম এ মা‌লেক জানান, সাধারনত তা‌রেক রহমান কিংস্টন অথবা রি‌জেন্ট পার্ক মস‌জি‌দে ঈদের নামাজ অাদায় ক‌রেন। ত‌বে অাজ কোথায় পড়‌লেন সে‌টি অামার জানা নেই।

নাম না প্রকা‌শের সূত্রে এক‌টি দায়িত্বশীল সুত্র জানায়, একবার লন্ড‌নে এসেও তা‌রেক রহমা‌নের সাক্ষাত পান‌নি সুনামগঞ্জ থে‌কে নির্বা‌চিত দলীয় এক সংস্কারপন্থী সা‌বেক সাংসদ। তা‌রে‌কের সাক্ষাত পে‌তে এপ‌য়েন্ট‌মে‌ন্টের জন্য নেতা অার তা‌রেক রহমা‌নের পিএসের কা‌ছেও ধর্ণা দেন তি‌নি। শেষ‌মেষ উপায়ন্তর না পে‌য়ে তা‌রেক রহমান যে মস‌জি‌দে শুক্রবার জুম্মার নামাজ অাদায় ক‌রেন সেখা‌নেই  হা‌জির হন ঐ সা‌বেক সাংসদ। এতে ক‌রে মসজি‌দের ভেত‌রে বিব্রতকর প‌রি‌স্থি‌তি‌তে প‌ড়েন তা‌রেক রহমান। এছাড়া ‌কোন মস‌জি‌দে তি‌নি নামাজ পড়‌বেন, সে‌টি অা‌গে থে‌কে জান‌লে উৎসুক দলীয় নেতাকর্মী‌দের অ‌নে‌কে নেতার সা‌থে ঈদ জামাত অাদা‌য়ে হা‌জির হন সেখা‌নে। অনেকে মস‌জি‌দের ভেত‌রে শুরু ক‌রেন সেল‌ফি অার রাজনৈ‌তিক অাবদার। এ‌তে ক‌রে অন্যান্য মুস‌ল্লিরা যেম‌নি বিরক্ত হন,‌তে‌মনি বিব্রত হন তা‌রেক নি‌জেও। অার এ কার‌ণেই কোথায় ঈদের জামাত পড়‌বেন সে‌টি গোপন রাখ‌তে চান তা‌রেক রহমান নি‌জেই। অাজ শুক্রবার ঈদের জামাত অাদায়কা‌লে তার ব্যক্তিগত সহকারী অাবদুর রহমান সানী ছাড়া স্থানীয় অার কোন বিএন‌পি নেতাকর্মী তা‌রেক রহমা‌নের সা‌থে ছি‌লেন না ব‌লে জানি‌য়ে‌ছে সূত্র।

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক প্রবাস জীবন খবর

  •   ফের দু’সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া
  •   আটকেপড়া প্রবাসীদের ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি
  •   বাংলাদেশিদের যেভাবে সুযোগ হচ্ছে মাল্টায় যাওয়ার
  •   আরব আমিরাতে বছরে মারা যান এক হাজার প্রবাসী কর্মী
  •   সিলেটে নির্মাণ শ্রমিকদের মধ্যে এনআরবি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
  •   আয়ারল্যান্ডে পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে বাংলাদেশীর স্থান
  •   বাংলাদেশি রুমা এখন মার্কিন এটর্নি
  •   ইতালিতে কোভিড ফ্রি ট্রেন,খুশি প্রবাসী বাংলাদেশিরা
  •   খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
  •   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মা-বাবা-নানিকে হত্যার পর দু’ভাইয়ের আত্মহত্যা