আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

মিশিগানে তিনদিনব্যাপী কনস্যুলেট সেবা সার্ভিস শুরু ৮ সেপ্টেম্বর

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৯-০৪ ১৪:০৪:১৭

সিলেটভিউ ডেস্ক :: যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসরত বাংলাদেশিদের জন্য তিনদিনব্যাপী কনস্যুলেট সেবা সার্ভিস শুরু হচ্ছে ৮ সেপ্টেম্বর। বাংলাদেশ কালচারাল সোসাইটি ইংক মিশিগানের উদ্যোগে ও মিশিগান স্টেট যুবলীগের সার্বিক তত্ত্বাবধানে হ্যামট্রামিকস্থ ‘গেইট অব কলম্বাসে’ এ সেবা প্রদান করা হবে।

এই সার্ভিসের আওতায় ভ্রাম্যমান দুতাবাস থেকে যেসব সেবা পাওয়া যাবে, তার মধ্যে রয়েছে সকল প্রকার কনস্যুলার ও এমআরপি কার্যক্রমসহ বাংলাদেশি পাসপোর্টের নবায়ন, ডিজিটাল পাসপোর্ট তৈরির আবেদন, আমেরিকান পাসপোর্টে ‘নো ভিসার অনুমোদন ও অভিবাসী সংক্রান্ত নানা সেবা।

সেবাগ্রহণে ইচ্ছুক প্রত্যেককে প্রয়োজনীয় কাগজপত্র বিশেষ করে এমআরপি আবেদনপত্রের চার পৃষ্ঠা যথারীতি পূরণ করে আনতে হবে। ডিজিটাল বার্থ সার্টিফিকেট, গ্রীণ কার্ডের কপি, পাসপোর্ট সাইজ ছবি, পুরনো পাসপোর্টের এক থেকে সাত পৃষ্ঠার কপিসহ প্রয়োজনীয় ফি’র মানি অর্ডার সঙ্গে আনার জন্য অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।

মিশিগান স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদুর রহমান চৌধুরী জাভেদ জানান, মিশিগানে দ্বিতীয় বারের মতো এই কনস্যুলেট সেবার আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল সেবা প্রবাসী বাংলাদেশিদের কাছে পৌঁছে দিতে মিশিগান স্টেট যুবলীগের ব্যবস্থাপনায় এই আয়োজন করা হচ্ছে। ৮ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ১০টায় এই সেবা কার্যক্রমের উদ্বোধন করা হবে।

তিনদিনব্যাপী এই ভ্রাম্যমান কনস্যুলেট কার্যক্রমে সংগঠনের কর্মকর্তাদের মধ্যে মো. জাহেদ মাহমুদ আজিজ সুমন, শাহীদুর রহমান চৌধুরী জাভেদ, সৈয়দ সালেক আহমেদ, শেখ বদরুদ্দোজা জুনেদ, আনিছুজ্জামান, রুম্মান আহমদ চৌধুরী ইভান, সৈয়দ ইয়াহিয়া, আওলাদ হসেন মামুন, তারেক আহমেদ, রুম্মান আহমেদ স্বাগত, আব্দুল ওয়াহিদ তপু, কবীর আহমেদ শাহরিয়ার ও খাজা আফজাল সার্বক্ষনিক সেবা প্রদানে উপস্থিত থাকবেন।

সিলেটভিউ২৪ডটকম/ ০৪ সেপ্টেম্বর ২০১৭/ শাদিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক প্রবাস জীবন খবর

  •   ফের দু’সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া
  •   আটকেপড়া প্রবাসীদের ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি
  •   বাংলাদেশিদের যেভাবে সুযোগ হচ্ছে মাল্টায় যাওয়ার
  •   আরব আমিরাতে বছরে মারা যান এক হাজার প্রবাসী কর্মী
  •   সিলেটে নির্মাণ শ্রমিকদের মধ্যে এনআরবি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
  •   আয়ারল্যান্ডে পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে বাংলাদেশীর স্থান
  •   বাংলাদেশি রুমা এখন মার্কিন এটর্নি
  •   ইতালিতে কোভিড ফ্রি ট্রেন,খুশি প্রবাসী বাংলাদেশিরা
  •   খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
  •   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মা-বাবা-নানিকে হত্যার পর দু’ভাইয়ের আত্মহত্যা