আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

ছুটির দিনেও মালয়েশিয়ার পেনাং প্রদেশে চলছে কন্স্যুলার সেবা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১০-০৭ ২০:০১:২১

শাহাদাত হোসেন, মালয়েশিয়া থেকে : মালয়েশিয়ার পেনাং প্রদেশে চলছে দু'দিনব্যাপি কন্স্যুলার সেবা। শনি ও রবিবার দেশটিতে সরকারি ছুটি থাকায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বাংলাদেশি কর্মীদের কন্স্যুলার সেবা দিচ্ছে।

সকালে এ সেবার উদ্বোধন করেন দূতাবাসের পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মো. মশিউর রহমান তালুকদার।

সেখানে আসা প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সেবা প্রদানে দূতাবাসের সব কর্মকর্তা প্রস্তুত রয়েছেন। ছুটির দিনেও আপনাদের সেবা দেওয়ার জন্যই এখানে এসেছি কোনোভাবেই দালালদের কাছে যাবেন না।

সিরিয়াল অনুযায়ী ডিজিটাল পাসপোর্টের আবেদন এবং নবায়ন থেকে শুরু করে আপনাদের সব রকম সেবা দিতে চেষ্টা চলছে।

শনিবার পেনাংয়ের বিশপ স্ট্রিট দূতাবাসের কন্স্যুলার অফিসে এবং রোববার বুকিত মারতাজামের সরকার নিয়ন্ত্রীত অগ্রণী রেমিটেন্স হাউজে দীর্ঘদিন থেকে এ সেবা হচ্ছে। মালয়েশিয়ার পেনাং প্রদেশে চলছে কন্স্যুলার সেবা।

এদিকে কন্স্যুলার সেবা নিতে আসা বাংলাদেশিরা জানান, আগে কুয়ালালামপুরে শুধু দূতাবাসে আসা-যাওয়ার জন্যই তাদের গাড়ি ভাড়া দিতে হত ৫০০ রিঙ্গিত। আর এখন মাত্র ১১৬ রিঙ্গিত খরচেই তারা পাসপোর্ট করতে পারছেন।

তারা আরও জানান, প্রত্যেক প্রদেশে দূতাবাসের এ কন্স্যুলার সেবা অব্যাহত থাকায় এখন খরচ কম লাগছে। এ সেবা অব্যাহত থাকলে কেউ আর দালালের শরণাপন্ন হবেন না।

পেনাং প্রদেশে এ কন্স্যুলার সেবা প্রদানে মো. মশিউর রহমানের নেতৃত্বে আরও রয়েছেন, সোবহান মণ্ডল, আরিফুল ইসলাম ও নাসিমা আক্তার

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক প্রবাস জীবন খবর

  •   ফের দু’সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া
  •   আটকেপড়া প্রবাসীদের ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি
  •   বাংলাদেশিদের যেভাবে সুযোগ হচ্ছে মাল্টায় যাওয়ার
  •   আরব আমিরাতে বছরে মারা যান এক হাজার প্রবাসী কর্মী
  •   সিলেটে নির্মাণ শ্রমিকদের মধ্যে এনআরবি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
  •   আয়ারল্যান্ডে পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে বাংলাদেশীর স্থান
  •   বাংলাদেশি রুমা এখন মার্কিন এটর্নি
  •   ইতালিতে কোভিড ফ্রি ট্রেন,খুশি প্রবাসী বাংলাদেশিরা
  •   খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
  •   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মা-বাবা-নানিকে হত্যার পর দু’ভাইয়ের আত্মহত্যা