আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

এড. শামসুলের সাথে দিরাই প্রবাসী কল্যাণ পরিষদ ওল্ডহামের মতবিনিময়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১০-১২ ০০:৩৮:০৮

দিরাই প্রবাসী কল্যাণ পরিষদ ওল্ডহামের উদ্যোগে সোমবার স্থানীয় সময় ১২টায় মেলেনিয়াম সেন্টারে বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, সিলেট জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলামের সম্মানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি আবদুর মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের পরিচালনায় মতবিনিময় সভায় পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন নুরুল আলম।

প্রধান বক্তা হিসাবে বক্তব্যে দেন- ওল্ডহাম বাংলাদেশ এসেসিয়সনের ও জি এসি নর্থের সভাপতি নজমুল ইসলাম লিজু, বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন- কাউন্সিলর ফজলুল হক, কাউন্সিলর মহন আলী, কামাল খান, বিশিষ্ট রাজনীতিবিদ সুরত মিয়া, আব্দুল হান্নান, আফাস উদ্দিন, মহি উদ্দিন জগলু, ও জালাল আহমেদ চৌধুরী, আব্দুল কাহার, সালা উদ্দিন তালুকদার সুমন, ফয়সল আহমেদ, আবিদুল ইসলাম আরজু, নুরুল ইসলাম সুহাগ, খালেদ আহমেদ, দিরাই প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে বক্তব্যে দেন সহ সভাপতি হাবিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কবিরুল হক কবির, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস ছবুর চৌধুরী, অর্থ সম্পাদক শিউল আহমেদ চৌধুরী, অফিস সম্পাদক হেলাল আহমেদ লিটন, সৈয়দ সামান উদ্দিন, সুহেল আহমেদ, আছাদ মিয়া প্রমুখ৷

প্রধান অতিথি শামসুল ইসলাম তার বক্তব্যে বলেন- আমি আপনাদেরই জন, কাহার ও সন্তান, কাহার ও ভাই। দিরাইয়ের হাতিয়া গ্রামে আমার জন্ম। আপনারা প্রবাসে এসে এই ব্যস্ততার মধ্যে থেকে ও যে সুন্দরভাবে ওল্ডহামে বসবাসরত সকল দিরাই বাসী সামাজিক সংগঠনের মধ্যে দলমত নির্বিশেষে আবদ্ধ হয়ে সংঘবদ্ধ ভাবে আছেন তা দেখে আমি অভি্ভুত। আপনারা অরাজনৈতিক সংগঠন দিরাই প্রবাসী কল্যাণ পরিষদ ওল্ডহামের পক্ষথেকে আমাকে যে সম্মান দিয়েছেন এর জন্য আমি কৃতজ্ঞ ও আপনাদের কে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের পাশে থেকে সমাজের সেবা করতে পারি।

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক প্রবাস জীবন খবর

  •   ফের দু’সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া
  •   আটকেপড়া প্রবাসীদের ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি
  •   বাংলাদেশিদের যেভাবে সুযোগ হচ্ছে মাল্টায় যাওয়ার
  •   আরব আমিরাতে বছরে মারা যান এক হাজার প্রবাসী কর্মী
  •   সিলেটে নির্মাণ শ্রমিকদের মধ্যে এনআরবি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
  •   আয়ারল্যান্ডে পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে বাংলাদেশীর স্থান
  •   বাংলাদেশি রুমা এখন মার্কিন এটর্নি
  •   ইতালিতে কোভিড ফ্রি ট্রেন,খুশি প্রবাসী বাংলাদেশিরা
  •   খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
  •   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মা-বাবা-নানিকে হত্যার পর দু’ভাইয়ের আত্মহত্যা