আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

আরব আমিরাতে বিএনপির অভিষেক ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠান সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১০-১৪ ২১:৫১:৫৭

কয়েছ আহমদ, আরব আমিরাত থেকে :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটি আয়োজিত দলের অভিষেক ও নতুন সদস্য সংগ্রহ, নবায়ন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) দুবাই ক্রাউন প্লাজা হোটেলে সংযুক্ত আরব আমিরাত বিএনপির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবদুস সালাম তালুকদার এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আরব আমিরাত বিএনপির সহ সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির  স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক বানিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা জনপ্রিয় কন্ঠশিল্পী বেবি নাজনীন, বিএনপির কেন্দ্রীয় সদস্য সাইদুর আলম বাবুল, ব্যারিস্টার মীর হেলাল, ওমান বিএনপির সভাপতি ওসমান গনি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সহ সভাপতিবৃন্দ, উপদেষ্টা মন্ডলীর সদস্যরা।

আরো উপস্থিত ছিলেন আরব আমিরাত কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দরা, আরব আমিরাতের বিভিন্ন প্রদেশ বিএনপির নেতৃবৃন্দরা সহ বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এবং আরব আমিরাত বসবাসরত কমিউনিটির নেতৃবৃন্দরা ও সাংবাদিকরা প্রমুখ।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদীকা জনপ্রিয় কন্ঠ শিল্পী বেবি নাজনীন।

সিলেটভিউ২৪ডটকম/১৪ অক্টোবর ২০১৭/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক প্রবাস জীবন খবর

  •   ফের দু’সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া
  •   আটকেপড়া প্রবাসীদের ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি
  •   বাংলাদেশিদের যেভাবে সুযোগ হচ্ছে মাল্টায় যাওয়ার
  •   আরব আমিরাতে বছরে মারা যান এক হাজার প্রবাসী কর্মী
  •   সিলেটে নির্মাণ শ্রমিকদের মধ্যে এনআরবি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
  •   আয়ারল্যান্ডে পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে বাংলাদেশীর স্থান
  •   বাংলাদেশি রুমা এখন মার্কিন এটর্নি
  •   ইতালিতে কোভিড ফ্রি ট্রেন,খুশি প্রবাসী বাংলাদেশিরা
  •   খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
  •   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মা-বাবা-নানিকে হত্যার পর দু’ভাইয়ের আত্মহত্যা