আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

যে কারণে ডাক্তারি পড়তে চীনে যাচ্ছেন ভারতীয়রা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-০৯ ০১:৩০:২৫

ব্রিটেনের থেকেও বেশি ভারতীয় পড়ুয়া রয়েছেন চীনে। ব্রিটেনে যেখানে ১৮ হাজার ১৫ জন ভারতীয় পড়ুয়া রয়েছেন, সেখানে চীনে আছেন ১৮ হাজার ১৭১ জন।

২০১৫ সালে চীনে ভারতীয় পড়ুয়া ছিল ১৩ হাজার ৫০০ জন। পরিসংখ্যান আরও জানাচ্ছে, আন্তর্জাতিক পড়ুয়া টানার দিক দিয়ে ব্রিটেন এবং আমেরিকার পরেই রয়েছে চীন।

পড়ুয়ারা চীনকে বেছে নেওয়ার প্রথম কারণ এখানে পড়ার খরচ কম। তাছাড়া, মেডিকেলে সুযোগ পাওয়া এখানে অপেক্ষাকৃত সহজ। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে যারা নিট'র বাধা টপকাতে পারছেন না তারাই চীনে ডাক্তারি পড়তে যাচ্ছেন।

চীনের ডাক্টারি ডিগ্রিকে স্বীকৃতি দিয়েছে ভারতের মেডিক্যাল কাউন্সিলও। এখন আবার ইঞ্জিনিয়ারিং পড়তেও চীনে যাচ্ছেন অনেকে। চীনে ডাক্টারি পড়ার খরচ বছরে দু’‌হাজর থেকে তিন হাজার ডলার। আর থাকা খাওয়া বাবদ বছরে খরচ আরও হাজার ডলার।

@

শেয়ার করুন

আপনার মতামত দিন