আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

রাবিতে নিরিখ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন শুরু ২৩ ফেব্রুয়ারি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-২০ ১৯:২৪:৩০

রাবি প্রতিনিধি :: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী ‘নিরিখ’ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হবে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি। আগামী শনিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) চত্বরে সম্মেলনটি উদ্বোধন করবেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী। সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন বিভিন্ন দেশের অর্ধশতাধিক গবেষক।

অধ্যাপক সফিকুন্নবী সামাদী জানান, শনিবার সকাল ১০টায় টিএসসিসিতে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাবি উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান ও বিশেষ অতিথি থাকবেন জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হান্স হার্ডার। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী।

তিনি আরও জানান, ‘তত্ত্ব ও বাংলার সাহিত্য সংস্কৃতি’ প্রতিপাদ্যে অনুষ্ঠিতব্য সম্মেলনটিতে মোট ২টি প্যানেল ডিসকাশন ও ৮টি অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন বিষয়ে ৬০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ, ভারত ও জার্মানির অর্ধশতাধিক গবেষক। সম্মেলনটি শেষ হবে ২৪ ফেব্রুয়ারি রবিবার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহকারি অধ্যাপক শামসুন নাহার, ফোকলোর বিভাগের অধ্যাপক মোস্তফা তারিকুল আহসান প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/২০ ফেব্রুয়ারি ২০১৯/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন