আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

৭ মার্চের ভাষণ বাঙালি জাতির ভাগ্য-ইতিহাস বদলের বার্তা: রাবি উপাচার্য

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-০৭ ১৯:০৩:১৮

রাবি প্রতিনিধি :: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেছেন, বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ভাষণ হচ্ছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ। এই ভাষণ পাকিস্তানী বাহিনীর শোষণ-নিপীড়নে পিষ্ট জাতিকে তার ভাগ্য পরিবর্তনে অনুপ্রাণিত করে মুক্তিকামী বাঙালিতে পরিণত করে। কালজয়ী এই ভাষণটি হয়ে উঠে বাঙালি জাতির ভাগ্য-ইতিহাসের বাঁক বদলের বার্তা।

বৃহস্পতিবার সকাল ১০টায় র‌্যালিটি সাবাস বাংলাদেশ প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি পাওয়ায় এক আনন্দ র‌্যালির শুরুতে উপাচার্য এসব কথা বলেন। র‌্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানুর সঞ্চালনায় র‌্যালির শুরুতে উপাচার্য আরো বলেন, দেশ-জাতি বা সমাজ বিনির্মাণে বিশ্বের সফল নেতাদের পেছনে রয়েছে অবিস্মরণীয় ভাষণ। বাঙালির জাতির মুক্তির আলোকবর্তিকা হয়ে এসেছিলো ৭ মার্চের ভাষণ। এই ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি দিয়ে ইউনেস্কো যেমন বঙ্গবন্ধু তথা বাঙালি জাতিকে সম্মানিত করেছে তেমনি বাঙালি জাতির কাছেও ইউনেস্কো সম্মানিত হয়েছে।

র‌্যালি শুরুর আগে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান সাবাস বাংলাদেশ মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এম এ বারীসহ জেড এইচ শিকদার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জান্নাতুল ফেরদৌস ও রাবির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মুহম্মদ নূরুল্লাহ্ উপস্থিত ছিলেন। এরপর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয়।

র‌্যালিতে অন্যদের মধ্যে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকারসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি, হল প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকসহ শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের ব্যানারসহ অংশ নেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি পাওয়ায় আজ বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টায় র‌্যালিটি মুক্তিযুদ্ধ স্মারক ভাস্কর্য সাবাস বাংলাদেশ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে শেষ হয়। র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলে অংশ নেন।

শেয়ার করুন

আপনার মতামত দিন