আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

রাবি প্রশাসন নবীন শিক্ষার্থীদের বরণ করবে রবিবার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-০৮ ২০:০১:৩২

রাবি প্রতিনিধি :: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেয়া হবে আগামী রবিবার। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, রবিবার সকাল ১০টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে পবিত্র ধর্মগ্রন্থগুলো পাঠের মাধ্যমে নবীববরণ অনুষ্ঠান শুরু হবে। এরপর নবীবদের ফুল দিয়ে বরণ করে নেয়া হবে। এরপর নবীনদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্তের পর অতিথিবৃন্দ নবীনদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। বিশেষ অতিথি থাকবেন উপ-উপার্চায অধ্যাপক চৌধুরী মো. জাকারয়িা। সভাপতিত্ব করবেন নবীনবরণ ২০১৮-১৯ ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা। সঞ্চালনা করবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান আল-আরিফ।

শেয়ার করুন

আপনার মতামত দিন