আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

রাবিতে কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের নারী দিবস পালন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-০৮ ২০:৫০:৫৫

রাবি প্রতিনিধি :: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট নারী দিবস পালন করেছে । দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় সাংষ্কৃতিক আড্ডা ও সমাবেশের আয়োজন করে জোটভূক্ত সংগঠনগুলো।

সভাপতি মন্ডলীর সদস্য আজম হোসেনের সঞ্চালনায় জোটভূক্ত সকল সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে বক্তব্য রাখেন। বক্তারা ক্যাম্পাসসহ সারাদেশে নারীদের কর্ম-পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সরকারের কাছে দাবি জানান।

সমাবেশে তীর্থক নাটক এর সভাপতি মামুন হোসেন বলেন. আমার দেখা শ্রেষ্ঠ মানুষ আমার মা। তার সম্মান এবং শ্রদ্ধাসহ বিশ্বের সকল নারীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। নারীদেরকে সকল ক্ষেত্রেই সহযোগিতা ও সম্মান করা প্রত্যেক সাংস্কৃতিক কর্মীর নৈতিক দায়িত্ব। আমাদের প্রত্যেকেরই উচিত নারীদেরকে যথাযথ সম্মান করা।

সাংস্কৃতিক জোটের সভাপতি সোহেল রানা হিরো বলেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় নারী দিবসে ছুটির দিন রাখা হোক এবং নারীদের সকল ক্ষেত্রে অগ্রগতির জন্য সারা দেশে নারীদের নিরাপত্তা ও কর্মমুখী করে গড়ে তোলা হোক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি সোহেল রানা, আশিকুর রহমান আশিক, শামীম হোসেন সহ আরও সংগঠনের কর্মীরা।

শেয়ার করুন

আপনার মতামত দিন