আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

রাবিতে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইশা’র মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১০ ১৯:০০:৪৬

রাবি প্রতিনিধি :: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন (ইশা) রাবি শাখা। রোবরার সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে রাবি শাখা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি ইলিয়াস হোসেন বলেন, ‘আমরা ক্যাম্পাসে নিরাপদে থাকতে চাই। বর্তমানে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থী তাদের জীবন নিয়ে হুমকির সম্মুখীন। ক্যাম্পাসে চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। ক্যাম্পাসকে নিরাপদ রাখার জন্য প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং ক্যাম্পাসকে সিসি ক্যামেরার আওতায় আনতে হবে।’

সংগঠনটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ছাত্র সম্পাদক মোছাদ্দেক হোসেন, দপ্তর সম্পাদক ছাব্বির রহমান ও সদস্য মাহফুজ আহম্মেদ। মানববন্ধনে অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

@

শেয়ার করুন

আপনার মতামত দিন