আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

ডিবি‍‍`র তুলে নেয়া সেই মেয়েটিই হলেন শামসুন্নাহার হলের ভিপি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১২ ০১:০৭:৫৩

শেখ তাসনিম আফরোজ ইমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী। কোটা সংস্কারের আন্দোলনের মধ্যে ১৪ আগস্ট ২০১৮ রাতে তাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে।

পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়, শিক্ষার্থীদের আন্দোলনের সময় গুজব ছড়ানোর কারণে চারজন মেয়েকে খুঁজছিল পুলিশ এবং তারা ভুল করে তাকে গ্রেপ্তার করেছে।

সে সময় অভিযোগের বিষয়ে নিশ্চিত না হয়ে কেন তাকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. আবদুল বাতেন বলেছেন, ‘সেই কৈফিয়ত দিতে তিনি বাধ্য নন।’

সেই শেখ তাসনিম আফরোজ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) শামসুন্নাহার হল থেকে ভিপি পদে বিজয়ী হয়েছেন।

সোমবার অনুষ্ঠিত ভোটের ফলাফল সন্ধ্যায় ঘোষণা করে হলেরে রিটার্নিং অফিসার।

তাকে অভিনন্দন জানিয়ে সাংবাদিক হুমায়রা নওরিন পূর্ণ ফেসবুকে লিখেছেন, ''একটা 'পাগলাটে' মেয়ে! খুব বেশি কথা হয়নি সামনাসামনি! যেকোনো অন্যায়, অবিচার দুর্নীতি দেখলেই তার কণ্ঠস্বর সবার আগে শুনেছি!''

'কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক চাই আন্দোলনে সরাসরি রাস্তায় নেমে প্রতিবাদ করা এই মেয়েটিকে একদিন হঠাৎ শামসুন্নাহার হলের সামনে থেকে ডিবি পুলিশ উঠিয়ে নিয়ে যায়!

'ছেড়ে দিয়েছিল ঠিকই, কিন্তু আজীবন একটা বিভীষিকা/ ট্রমার ভেতর যাওয়ার অবস্থা হয়ে যায় তার!'

'আমি জানতাম না, ওর জায়গায় আমি হলে কি করতাম! কিন্তু ও কি করেছে, নিজের চোখে সেটা দেখলাম!

নির্দলীয় সম্পূর্ণ স্বতন্ত্র কয়েকটা মেয়েকে নিয়ে একটা প্যানেল করে ফেলে ডাকসুর হল সংসদ নির্বাচনে!

তারপর অনেক ঝড়-ঝাপটা ধকল পার করলো! এরপরেরটা ইতিহাস!'

'অভিনন্দন, শেখ তাসনিম আফরোজ ইমি !' ভিপি, শামসুন্নাহার হল সংসদ!'

'বিপুল ভোটে নির্বাচিত স্বতন্ত্র প্যানেলটিকে অভিনন্দন!

ফলাফল পেয়ে তুমি কি অনেক কেঁদেছো? আমি নিউজটা পেয়ে কেঁদে ফেলেছি!'

'সত্যি বলতে কি, তোমাকে অভিনন্দন জানাতে আমি লজ্জা পাচ্ছি, কারণ আমি তোমার মত সাহসী না!'

'অনেক অনেক দোয়া, ভালবাসা! শুভ হোক সামনের দিনগুলো!'

শেয়ার করুন

আপনার মতামত দিন