আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

রুয়েটে আন্ত:বিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা শেষ হচ্ছে বুধবার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১৯ ২০:৪৯:১৭

রাবি প্রতিনিধি :: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল (নারী ও পুরুষ) প্রতিযোগিতা শেষ হচ্ছে আগামীকাল।

আগামীকাল বুধবার সকালে রুয়েট কেন্দ্রীয় মাঠে প্রতিযোগিতার পুরুষ বিভাগের প্রথম সেমিফাইনালে অংশগ্রহণ করবে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এরপর দ্বিতীয় সেমিফাইনালে অংশগ্রহণ করবে স্বাগতিক রুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়।

দুপুর ২ টায় নারী বিভাগের ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করবে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়। এরপরই অনুষ্ঠিত হবে পুরুষ বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচ।

বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম শেখ।

উল্লেখ্য, গত ১৬ মার্চ রুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল (নারী ও পুরুষ) প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার পুরুষ বিভাগে দেশের ১৬ পাবলিক বিশ্ববিদ্যালয় এবং নারী বিভাগে ৮টি বিশ্ববিদ্যালয় দল অংশগ্রহণ করছে।

শেয়ার করুন

আপনার মতামত দিন