আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩৫তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৩ ১৭:৩১:১৩

সিলেট :: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ৩৫তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) বিকাল তিনটায় ভিসি সচিবালয়ের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার সভাপতিত্ব করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব এ সভার কার্যবিবরণী উপস্থাপন করেন।

সভায় সিন্ডিকেট সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ইমেরিটাস প্রফেসর ড. এম এ সাত্তার মন্ডল, সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. পরিতোশ কুমার বিশ্বাস, সিকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. তরিকুল ইসলাম, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. জসিম উদ্দিন আহম্মদ, প্রফেসর ড. মো. আব্দুল বাসেত ও প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম।

সিন্ডিকেট অধিবেশনে বিস্তারিত আলোচনার মাধ্যমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/১৩ এপ্রিল ২০১৯/পিডি/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন