আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

রাবিতে ‘যেমন রাকসু শিক্ষার্থী স্বার্থে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-২৬ ০১:১৫:৪৮

রাবি প্রতিনিধি :: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘যেমন রাকসু শিক্ষার্থী স্বার্থে’ শীর্ষক মতবিনিময় সভা অনুুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে আমতলায় বিপ্লবী ছাত্রমৈত্রী এই মতবিনিময় সভার আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ রাকসু নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

সভায় বাংলা বিভাগের অধ্যাপক সৌভিক রেজা বলেন, ‘রাকসু শিক্ষার্থীদের প্লাটফর্ম, শিক্ষার্থীদেরই এ বিষয়ে কথা বলতে হবে। আমি চাইবো নিয়মিত যেন রাকসু নির্বাচন হয়। নির্বাচনে প্রগতিশীল সংগঠনগলোকে ঐক্যবদ্ধ হতে হবে।’ তিনি আরো বলেন, ‘এখনকার প্রশাসনগুলো মেরুদ-হীন হয়ে থাকে। কারণ মেরুদ- থাকলে তারা প্রশাসনে যেতে পারবে না। রাকসুর অন্যতম প্রধান কাজ হবে প্রশাসনের মেরুদ- মেরামত করা।’

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আলী রেজা অপু বলেন, ‘মতবিনিময় সভা নিয়ে আমি আশাহত নই। আশা করি পরের আলোচনাগুলোতে সকল শিক্ষার্থী অংশগ্রহণ করবে। আমি মনে করি আরো অধিক সংখ্যক শিক্ষার্থীদের নিয়ে আলোচনার আয়োজন করতে পারলে আলোচনা ফলপ্রসু হবে।’

পাহাড়ী ছাত্র পরিষদের শিক্ষা বিষয়ক সম্পাদক অমর বিকাশ চাকমা বলেন, ‘আমরা আদিবাসী শিক্ষার্থীরাও রাকসু নির্বাচন চাই। রাকসু মাধ্যমে আমাদের চাওয়া হলো আমাদের যেন আদিবাসী শিক্ষার্থী হিসেবে না দেখে সাধারণ শিক্ষার্থী হিসেবে দেখা হয়।’ সভায় বক্তারা বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যার কথা উল্লেখ করে রাকসুর প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বিপ্লবী ছাত্রমৈত্রী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রনজু হাসানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সভাপতি ফিদেল মনির। এসময় বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আপনার মতামত দিন