আজ বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ইং

ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ের অনুমতি না পেয়ে রাবি ছাত্রদলের নিন্দা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-০৫ ১৯:৪২:৩৯

রাবি প্রতিনিধি :: ক্যাম্পাসে ডেঙ্গু শনাক্তকরণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ের জন্য প্রশাসন অনুমতি প্রদান না করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা ও প্রতিবাদ জানায় তারা।

বিজ্ঞপ্তিতে শাখা ছাত্রদল উল্লেখ করেছে, ‘গত ১৯ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডেঙ্গু শনাক্তকরণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের জন্য বুথ স্থাপনের জন্য আবেদন করা হয়। আমাদের মূল লক্ষ্য ছিল ৩ ও ৪ আগস্ট সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ক্যাম্পাসের যে কোন জায়গায় মেডিকেল ক্যাম্পিং করা। যেখানে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর একটি বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেল দ্বারা ডেঙ্গু শনাক্তকরণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফ্রি ব্লাড টেস্ট এবং ডেঙ্গু প্রতিকার ও প্রতিরোধে ফ্রি কাউন্সিলিং করা। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে, এই আজ্ঞাবহ প্রশাসন আমাদের এই অরাজনৈতিক ও সামাজিক কার্যক্রমের অনুমতি দেয়নি। যেখানে ছাত্রলীগ অবাধে ক্যাম্পাসে নৈরাজ্য সৃষ্টি করছে, সেথানে আমাদের (ছাত্রদল) কোন ছাত্রবান্ধব কাজ করতেও দেওয়া হচ্ছে না। প্রশাসনের এই পক্ষপাতদুষ্ট আচারণে আদৌ রাকসু নির্বাচন সম্ভব কি না তা নিয়ে আমরা সন্দিহান। আমরা মনে করি, এই তাবেদার প্রশাসন দ্বারা রাকসু নির্বাচন সম্ভব না। আমরা প্রশাসনের এই স্বৈরাচারী আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

উল্লেখ্য, গত ১৯ জুলাই ডেঙ্গু শনাক্তকরণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের বুথ স্থাপনের অনুমতি চেয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত আবেদন করে রাবি ছাত্রদল। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অনুমতি প্রদান করেনি।

সিলেটভিউ২৪ডটকম/৫ আগস্ট ২০১৯/আশিক/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন