আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

ডিনামাইট গুড়িয়ে দেবে বিজিএমই ভবন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৬ ১৬:৫৫:৩০

ছবি: সংগৃহিত।

ঢাকা অফিস :: ঢাকার হাতিরঝিল লেকে অবৈধভাবে নির্মিত বিজিএমইএ ভবন ভাঙার সিদ্ধান্ত হয়েছে। আর ভবনটি ভাঙতে ব্যবহার করা হবে ডিনামাইট। কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়া দ্রুততার সাথে বহুতল এই ভবনটি গুড়িয়ে দিতেই ডিনামাইট ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার।

তিনি জানান, বিজিএমইএ ভবন ডিনামাইট দিয়ে গুড়িয়ে দেয়া হবে। এ কাজে চায়নার এক্সপার্টরা সহায়তা করবেন।

তৈরি পোশাক মালিক ও রফতানিকারক সমিতির প্রধান কার্যালয় তথা বিজিএমইএ ভবন ভাঙতে এ প্রক্রিয়া সম্পন্ন হলে এটিই হবে বাংলাদেশে প্রথমবারের মতো ডিনামাইট ব্যবহার করে ভবন ভাঙার কাজ।

রাজউকের পরিচালক (প্রশাসন) খন্দকার ওলিউর রহমান জানান, বিজিএমইএ ভবন ভাঙতে সেনাবাহিনীর সহায়তা নেয়া হবে। নিয়ন্ত্রিক বিস্ফোরণ পদ্ধতি তথা ডিনামাইট ব্যবহার করতে চায়নার এক্সপার্টরাও সহায়তা করবেন।

@

শেয়ার করুন

আপনার মতামত দিন