আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

''দ্রুত পদক্ষেপ না নিলে আর্থিক ধাক্কা খাবে এশিয়ার উন্নয়নশীল দেশগুলো''

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-৩১ ১৫:১৩:৫১

সিলেটভিউ ডেস্ক :: বিশ্ব ব্যাংক বলেছে, দ্রুত পদক্ষেপ না নিলে কভিড-১৯ করোনাভাইরাসের আগ্রাসী প্রভাবে তীব্র আর্থিক ধাক্কা খাবে এশিয়ার উন্নয়নশীল দেশগুলো।

বিশ্ব ব্যাংক তাদের নতুন প্রতিবেদনে বিশেষ করে পূর্ব এশিয়া ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে সতর্ক করে দিয়েছে। সংস্থাটির মতে, দ্রুত পদক্ষেপ না নিলে এসব দেশে আর্থিক মন্দা নেমে আসবে। করোনার কারণে লাখ লাখ মানুষে দরিদ্র হবে বলেও সতর্ক করেছে বিশ্বব্যাংক।

করোনাভাইরাসে বিশ্বে ৭ লাখ ৮৭ হাজার ৪৩৮ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছে ৩৭ হাজার ৮৪৬ জন। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে এ ভাইরাস। এখন বিশ্বের প্রায় সব দেশে এ ভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছে।

সৌজন্যে :  বিডি প্রতিদিন

সিলেটভিউ২৪ডটকম/৩১ মার্চ ২০২০/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন