আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

প্রস্তাবিত বাজেট গণবিরোধী: ইসলামী ঐক্যজোট

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-১২ ১৮:৪৪:০১

সিলেটভিউ ডেস্ক :: দেশের ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘গণবিরোধী’ বলে উল্লেখ করেছে ইসলামী ঐক্যজোট। আজ শুক্রবার বিকালে সংবাদমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজেট প্রতিক্রিয়া জানায় দলটি।

প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি ডভোকেট মাওলানা আব্দুর রকিব বলেন, ‘প্রস্তাবিত জাতীয় বাজেট গতানুগতিক বরাদ্দ টাকার পরিমাণ ৫ লক্ষ ৬০ হাজার কোটি টাকা ঘোষণা করে আয়ের উৎস জনগণের ঘাড়ে চাপিয়ে দিয়ে দরিদ্র জনগোষ্ঠীর জীবন-জীবিকা নিয়ে চিন্তা করা হয়নি। করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ জাতির আর্থিক চরম সংকটের বিষয় বিবেচনায় না নিয়ে দুর্বোধ্য একটি বাস্তববিবর্জিত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটের প্রবৃদ্ধির হার ধরা হয়েছে যাহা অর্থনৈতিকভাবে হতাশ, ক্ষতিগ্রস্থ জাতি বাজেটে তাদের ভবিষ্যত অন্ধকার দেখছে।’

বর্তমান বাজেট জাতিকে হতাশাগ্রস্থ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

সিলেটভিউ২৪ডটকম/১২ জুন ২০২০/প্রেবি/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন