আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

বিকাশের সার্ভার হ্যাক করে ১৩ লাখ টাকা চুরি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৮-২৮ ১৫:১৬:১৬

সিলেটভিউ ডেস্ক :: বিকাশের মূল সার্ভার হ্যাক করে টাকা চুরির সঙ্গে যুক্ত একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিকাশের সার্ভার থেকে এ পর্যন্ত ১৩ লাখ টাকা চুরি করেছে তারা। গ্রেফতারকৃতরা হলেন- খোরশেদ, আবুল হোসেন, আরিফুর রহমান, ইকবাল হাসান ও আবদুল হামিদ।
 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. ইউসুফ আলী জানান, এই চক্রটি বিকাশের সার্ভার হ্যাক করে। নিজেদের নামে কেনা সিমে বিভিন্ন অংকের টাকা স্থানান্তর করে। বিষয়টি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা বিকাশ থেকে টাকা চুরির কথা স্বীকার করেছে।

সিলেটভিউ২৪ডটকম/ ২৮ আগস্ট ২০১৭/ পিপি/ এমইউএ

শেয়ার করুন

আপনার মতামত দিন