আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

বলতে পারেন, অনুভূতিহীন কি ভালোবাসা হয়?

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-৩১ ০০:৪৭:৪৪

মাকসুদা আক্তার প্রিয়তি :: যৌবনের বা বয়সের দোষ দিলে ভুল হবে। দোষ দিতে হলে ঐ মুহূর্তের অনুভূতিগুলো কে দোষ দিতে হবে। অনুভূতি কখনও বয়স বিবেচনা করে জন্মায় না।

সে তখনই জন্মায় যখন সে অপরপাশের মানুষটির ভালোবাসায় সিক্ত হয়। হতে পারে সেই ভালোবাসা ক্ষণিকের। হতে পারে মিথ্যে সাজানো ভালোবাসা। হতে পারে স্বার্থপরায়ণ ভালোবাসা, হতে পারে সত্যিকারের গভীর ভালোবাসা।

বলতে পারেন, অনুভূতিহীন কি ভালোবাসা হয়?
আচ্ছা অনুভূতিশূন্য মানুষ কি হয়?
কেউ কি জোর গলায় বলতে পারবেন তার কোন অনুভুতিগুলো কখনও ভুল ছিল...

(ফেসবুক থেকে সংগৃহীত)

শেয়ার করুন

আপনার মতামত দিন