আজ বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ইং

সাত বছর পর আবার সেই চুলকানি আসে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-০৩ ০০:৩৬:৪৪

মাকসুদা আক্তার প্রিয়তি :: আয়ারল্যান্ডে সাত বছরের চুলকানি অর্থাৎ '7 Years Itch' নামে একটি কথা প্রচলিত আছে। ওরা মানে বা মনে করে বা জানে , প্রতিটি বৈবাহিক সম্পর্কে বা প্রেম সম্পর্কতে সাত বছর পর টানাপোড়া শুরু হয়, সম্পর্কটি কেমন যেন বিরক্তের কারণ হয়ে দাঁড়ায়, ভালো না লাগার কারণ গুলো মুখ্য হয়ে যায়, ঐ সম্পর্ক থেকে ছুটকারা পাওয়ার প্রবণতা বেশী থাকে।

ঐ ' 7 years Itch' টার্ম এ, অর্থাৎ এই আশেপাশের সময়ে কোন couple যদি কোনভাবে survive করতে পারে , তাহলে পরবর্তী সাত বছর তারা একসাথে কাটিয়ে ফেলতে পারে , কিন্তু সাত বছর পর আবার সেই চুলকানি আসে।

এই বিষয়টি মাথায় রেখে যদি কোন couple ২-৩ বার '7 years Itch' survive করতে পারে, তাদের সম্পর্ক চিরদিনের :D

কে কে ভুগেছেন বা ভুগছেন ' সাত বছর চুলকানি ' রোগে ? Embrace it, deal with it but try not to break a relationship!

(ফেসবুক থেকে সংগৃহীত)

শেয়ার করুন

আপনার মতামত দিন