আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সালমান শাহর মৃত্যুর প্রতিবেদন দাখিল ১৮ মার্চ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-১৯ ০০:৩১:৩৬

ফাইল ছবি

সিলেটভিউ ডেস্ক :: ফের পেছালো বাংলা সিনেমার এক সময়কার তুমুল জনপ্রিয় নায়ক সামলান শাহ অপমৃত্যুর মামলার তদন্ত প্রতিবেদনের তারিখ। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ মার্চ দিন ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগগর হাকিম বাকী বিল্লাহ প্রতিবেদন দাখিলের ওই দিন ধার্য করেন।

তবে এদিন মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তা দাখিল না করায় আদালত প্রতিবেদন দাখিলের পরবর্তী ওই দিন ধার্য করেন।

আদালত সূত্র জানায়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন রোডে নিজের বাসা থেকে শাহরিয়ার চৌধুরী ইমনের ওরফে সালমান শাহ’র লাশ উদ্ধার করা হয়। ওই সময় সালমানের মৃত্যুর ঘটনায় তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী একটি অপমৃত্যুর মামলা করেন। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই সালমানকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করা হয়।

অপমৃত্যুর মামলার সঙ্গে হত্যাকান্ডের অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত। তদন্ত শেষে ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি। সেখানে সালমানের মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়। বর্তমানে পিবিআই মামলাটি তদন্ত করছে।

সৌজন্যে- বাংলাদেশ প্রতিদিন


সিলেটভিউ২৪ডটকম/১৮ ফেব্রুয়ারি ২০১৯/ডেস্ক/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন