আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

চলে গেলেন কলকাতার সংগীতশিল্পী প্রতীক চৌধুরী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-২০ ১২:৫৬:২৯

চলে গেলেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী প্রতীক চৌধুরী। তার বয়স হয়েছিল ৫৫ বছর।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

জানা গেছে, এদিন সন্ধ্যায় কলকাতার মুরলিধর সেন স্ট্রিটে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন প্রতীক। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক প্রতীককে মৃত ঘোষণা করেন।
প্রতীক চৌধুরীর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার মৃত্যুতে বাংলা গানের জগতে শোকের ছায়া নেমেছে।নব্বইয়ের দশকে যে কজন গায়কের হাত ধরে বাংলা সংগীতজগতে নতুন জোয়ার এসেছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন প্রতীক চৌধুরী।
তিনি গান গেয়েছেন প্রচুর। সিনেমায় নেপথ্য কণ্ঠ দিয়েছেন। কলকাতার বহু বিজ্ঞাপনেও কণ্ঠ দিয়েছেন।
মাত্র এক সপ্তাহ আগে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের ছবির ‘হবুচন্দ্র রাজা, গবুচন্দ্র মন্ত্রী’ গানটি রেকর্ড করেন প্রতীক।

সৌজন্যেঃযুগান্তর

শেয়ার করুন

আপনার মতামত দিন