আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

দেশে ফিরছেন নায়িকা সিমলা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১৩ ২১:৩৩:০১

প্রায় চার মাস পর চলচ্চিত্র নায়িকা সিমলা দেশে ফিরছেন। সিমলা বর্তমানে ভারতের মুম্বাইয়ে বসবাস করছেন।  আগামী এপ্রিল মাসে তিনি দেশে ফিরবেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এ অভিনেত্রীর অনেকদিন কোন খবরে না থাকলেও গেল কয়েকদিন আগে বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় আলোচনায় আসেন। কারণ বিমান ছিনতাইয়ের সঙ্গে জড়িত সেই যুবক পলাসের সঙ্গে বিয়ে হয়েছিল সিমলার। তবে সে সময়ে তিনি জানান তাদের সংসার বিচ্ছেদে গড়িয়েছে।
সিমলা ভারতের মুম্বাইয়ে মীরা রোডের একটি ভাড়া বাড়িতে থাকছেন। ২০১৮ সালের মে মাসে সিমলা জানিয়েছিলেন, তিনি বলিউডে ‘সফর’ নামে একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ক’দিন পরই ছবিটি মুক্তি পাবে।

তিনি আরও জানান, ওই ছবির ডাবিং শেষ করেছেন। শিগগিরই পোস্টারের ফটোশুটে অংশ নেবেন। আপাতত ওই ছবি নিয়েই ব্যস্ততা তার।

এদিকে, বাংলাদেশে সবশেষ ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবিতে কাজ করেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত এ নায়িকা। ছবিটি পরিচালনা করেন রুবেল আনুশ। ছবিতে আরো অভিনয় করেন মামুন, আবুল হায়াত, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ।
সিলেটভিউ ২৪ডটকম/১৩ মার্চ ২০১৯/এমএইচআর

সৌজন্যেঃ বিডি প্রতিদিন

শেয়ার করুন

আপনার মতামত দিন