Sylhet View 24 PRINT

বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ির `সুবীর নন্দীর' গাওয়া শেষ গান প্রকাশিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-১০ ১৫:৪০:০৬

সিলেটভিউ ডেস্ক:: ধানমণ্ডির ৩২ নম্বর বাড়ি নিয়ে সুজন হাজংয়ের লেখা গানে কণ্ঠ দিয়েছিলেন একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য জনপ্রিয় শিল্পী সুবীর নন্দী।

এখন কেমন আছে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িটি, এখন কোথায় আছে বঙ্গবন্ধুর কালো ফ্রেমের চশমাটি, এখন কোথায় আছে বঙ্গবন্ধুর সেই ইজি চেয়ারটি, এমন কথার গানটিই ছিল সুবীর নন্দীর গাওয়া শেষ গান।

গত ৩০ মার্চ সুমন কল্যাণের সংগীতায়োজনে মগবাজারের স্টুডিও ডি স্টেশনে কণ্ঠ দিয়েছিলেন সুবীর নন্দী। গানটি সুর করেছেন যাদু রিছিল।

গত বুধবার গীতিকার সুজন হাজংয়ের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এস এইচ গ্লোবাল টিভিতে অবমুক্ত করা হয় গানটি।

সুজন জানান, ‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির’ অ্যালবামে সার্কভুক্ত ছয় দেশের আট শিল্পীর কণ্ঠে সুবীর নন্দীর এই গানটি সংযোজন করার কথা ছিল। তবে সুবীর নন্দীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আগেই গানটি ইউটিউবে প্রকাশ করা হলো।

প্রসঙ্গত মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শিল্পী সুবীর নন্দী।
সিলেটভউ ২৪ডটকম/১০ মে২০১৯/এমএইচআর

সৌজন্যেঃ যুগান্তর

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.