Sylhet View 24 PRINT

‘ইমান’ রক্ষায় অভিনয় ছাড়ায় বলিউড অভিনেত্রীকে তিরস্কার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-০১ ১৬:৫১:৪৪

সিলেটভিউ ডেস্ক :: বলিউড সুপারস্টার আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন জায়রা ওয়াসিম। এই সিনেমায় আমিরের মেয়ের চরিত্রে দেখা গিয়েছিলো তাকে। এরপরে কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। বেশ ভালো এগিয়ে যাচ্ছিলো তার অভিনয় ক্যারিয়ার। যখন তার সামনে সম্ভাবনার হাতছানি ঠিক সেই সময় পাঁচ বছরের অভিনয় ক্যারিয়ারের পাঠ চুকিয়ে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন জায়রা!

ঈমান নষ্ট হয়ে যাচ্ছে এমন যুক্তি দিয়ে অভিনয় ছাড়ার ঘোষণা দেন ১৮ বছর বছরের মুসলিম এই অভিনেত্রী। শনিবার রাতে নিজের ফেসবুক পেজে বলিউড ছাড়ার সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানান তিনি। রোববার সকাল থেকেই টুইটারে তাকে নিয়ে চলছে নানা আলোচনা, সমালোচনা।

বলিউডের অনেক তারকায় জায়রার সিদ্ধান্তে খুশি হননি। এরই মধ্যে অভিনেত্রী রাভিনা ট্যান্ডন জায়রাকে তিরস্কার করে বলেছেন, ‘জায়রা অকৃতজ্ঞ হলে তাতে কোনো কিছু যায় আসে না। জায়রা যে মত প্রকাশ করেছেন, তা তার নিজের কাছেই রাখা উচিত ছিলো।’

জায়রার অভিনয় ছাড়ার ঘোষণা শুনে তার পাশে দাঁড়িয়েছে জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। জাইরার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি বলেন, ‘এটা ওর জীবন, যাতে সে সন্তুষ্ট হয়, সে তা-ই করবে।’

অভিনয় ছাড়ার কারণ জানিয়ে টুইটারে জায়রা ওয়াসিম লিখেছেন, ‘পাঁচ বছর আগে নেওয়া সিদ্ধান্ত আমার জীবনকে বদলে দিয়েছিল। বলিউডে পা রাখার পর তুমুল জনপ্রিয়তা পাই। কিন্তু এই জগৎটা আমাকে ক্রমশ অবমাননার দিকে ঠেলে দিয়েছে, ক্রমশ অসচেতনভাবে আমি আমার ঈমান (বিশ্বাস) থেকে বেরিয়ে এসেছি।

কারণ আমি এমন একটা পরিবেশে কাজ করতাম যা ক্রমাগত আমার ঈমানের মাঝে বাঁধা হয়ে দাঁড়াত, ধর্মের সঙ্গে আমার সম্পর্ক বিপন্ন হয়ে পড়েছিল।’

জায়রা তার পোস্টে আরও বলেন, ‘কোরআনের ঐশ্বরিক জ্ঞানের মধ্যে আমি তৃপ্তি এবং শান্তি খুঁজে পেয়েছি। প্রকৃতপক্ষে হৃদয় তার সৃষ্টিকর্তার জ্ঞান, তার গুণাবলি, তার করুণা এবং তার আদেশের জ্ঞান অর্জনে শান্তি পায়। আমি মনে করি খ্যাতি, সম্পদ যে পর্যায়ে পৌঁছে যাক না কেন, তাতে যেন কখনও শান্তি এবং নিজের বিশ্বাস না হারিয়ে যায়।’


সৌজন্যে : জাগোনিউজ২৪

সিলেটভিউ ২৪ডটকম/০১ জুলাই ২০১৯/গআচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.