Sylhet View 24 PRINT

লুকিয়ে বিয়ে করলেন পরীমনি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২০ ১২:১১:১৭

সিলেটভিউ ডেস্ক :: বিয়ে করে ফেললেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমনি। তাঁর বর কামরুজ্জামান রনি ছোট পর্দার নির্মাতা। পুরোনো বন্ধুমহলের পরিচিত রনিই প্রথম তাঁকে বিয়ের প্রস্তাব দেন। ১০ মার্চ রাতে রাজারবাগ কাজি অফিসে লুকিয়ে বিয়ে করেন তাঁরা।  বৃহস্পতিবার রাতে বিয়ের খবর প্রকাশ করেন পরীমনি এবং তাঁর স্বামী কামরুজ্জামান রনি। বর্তমানে তাঁরা মোংলায় আছেন। সেখানে পরীমনি ‘অপারেশন সুন্দরবন’ ছবির শুটিং এ আছেন।

বন্ধুমহলে পরিচিতির সূত্র ধরে হঠাৎ করেই ঘনিষ্ঠ হন তাঁরা। অভিনেত্রী ও নির্মাতা হৃদি হকের ‘১৯৭১: সেই সব দিন’ ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন রনি। ছবিটিতে অভিনয় করছেন পরীমনি। সিনেমাটিতে কাজ করতে গিয়ে নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি হয় তাঁদের। একপর্যায়ে রনিই বিয়ের প্রস্তাব দেন পরীকে। মনে মনে রনির প্রতি দুর্বল পরী সেই প্রস্তাব এড়াতে পারেননি।

পরীমনি বলেন, ‘প্রায় পাঁচ মাস আগে ছবির গল্প শোনানোর জন্য হৃদি আপুসহ রনি এসেছিল আমাদের বাসায়। তখন আমি তাকে খেয়ালই করিনি। শুটিংয়ে গিয়ে কোথায় থাকব, কীভাবে যাব, সেসব নিয়ে তার সঙ্গে প্রথম আলাপ শুরু হয়। এভাবেই একসময় আমাদের মধ্যে সখ্য গড়ে ওঠে। মার্চের ৩ থেকে ৭ তারিখ আমরা ঠাকুরগাঁওয়ে শুটিং করি। সেখানে ভীষণ আনন্দে সময় পার হয়ে যায়। ৮ মার্চ ঢাকায় এসে আমি তাকে খুব মিস করছিলাম। পরদিন ৯ মার্চ আমরা দেখা করি এবং সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমার মন যেন কেমন করে ওঠে। ওই রাতেই আমরা বিয়ে করে ফেলি।’

লুকিয়ে বিয়ে করেছেন কেন? জানতে চাইলে তিনি বলেন, ‘আমার পরিবারের কেউ বিয়ের ব্যাপারটা জানে না। পালিয়ে বিয়ে করার মজাটা নিতে চেয়েছিলাম। সময় নিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করব।’

রনি বলেন, ‘আমরা এখন একটা অন্য রকম সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। মোংলায় পরীর শুটিং সেটে আমরা সময় কাটাচ্ছি। নিজেদের একটু গুছিয়ে নিয়ে আমরা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করব।’

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমনির। সে বছর ‘রানা প্লাজা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন তিনি, যদিও এখনো মুক্তি পায়নি ছবিটি। পরীমনি অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘ভালোবাসব তোমায়’, ‘মহুয়া সুন্দরী’, ‘রক্ত’ ও ‘স্বপ্নজাল’।

সৌজন্যে :  প্রথমআলো

সিলেটভিউ২৪ডটকম/২০ মার্চ ২০২০/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.